শুক্রবার, ৩১ জুলাই, ২০২০ ০০:০০ টা

ঈদের জামাত কোথায় কখন

প্রতিদিন ডেস্ক

আগামীকাল পবিত্র ঈদুল আজহা। করোনার কারণে গত ঈদুল ফিতরের মতো এবার ঈদুল আজহায়ও শারীরিক দূরত্ব বজায় রেখে দেশের বিভিন্ন স্থানের মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। নিজস্ব প্রতিবেদকদের পাঠানো খবর- বরিশাল: সরকারের দিক নির্দেশনা না থাকায় বরিশালের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতের আয়োজন করেনি সিটি করপোরেশন। তবে নগরীর অনেক মসজিদে ২টি থেকে সর্বোচ্চ ৪টি করে জামাতের আয়োজন করা হয়েছে। সকাল ৮টায় বরিশাল কালেক্টরেট জামে মসজিদ, চরমোনাই দরবার শরীফ মাঠে সকাল ৯টায়, পটুয়াখালীর মীর্জাগঞ্জ হযরত ইয়ার উদ্দিন খলিফা (রা.) দরবার শরীফ মাঠে সকাল ৭টায়, উজিরপুরের গুঠিয়ায় বায়তুল আমান মসজিদ কমপ্লেক্সে সকাল ৮টায়, নগরীর চৌমাথা মার্কাজ জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়, কেন্দ্রীয় কারাগার জামে মসজিদে সকাল ৮টায়, নগরীর খান সড়ক জামে মসজিদে সকাল ৮টায়, সদর রোডের জামে বায়তুল মোকাররম মসজিদে সকাল ৮টায় ও দ্বিতীয় জামাত সকাল ৯টায়, গীর্জা মহল্লা রোডের জামে কশাই মসজিদে সকাল ৮টায় প্রথম ও সকাল ৯টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। খুলনা: এবারও উন্মুক্ত স্থানে বা মাঠে ঈদের জামাত হবে না। ঈদের প্রথম ও প্রধান জামাত সকাল আটটায় খুলনা টাউন জামে মসজিদে অনুষ্ঠিত হবে। একই স্থানে দ্বিতীয় ও শেষ জামাত সকাল নয়টায় অনুষ্ঠিত হবে।

এছাড়া কোর্ট জামে মসজিদে সকাল সাড়ে আটটায় ও খুলনা বিশ্বদ্যিালয়ে ঈদের জামাত সকাল ৭ টায় বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর