শুক্রবার, ৩১ জুলাই, ২০২০ ০০:০০ টা

মুক্তিযোদ্ধা আবদুল খালেক আর নেই

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

দেশ স্বাধীন হওয়ার কয়েক দশক পর খেতাব পাওয়া রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মুক্তিযোদ্ধা বীরবিক্রম আবদুল খালেক আর নেই। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত ২টায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। বীরবিক্রম আবদুল খালেকের বাড়ি গোদাগাড়ীর চাপাল গ্রামে। করোনার উপসর্গ নিয়ে সোমবার তিনি রামেক হাসপাতালে ভর্তি হন। তবে নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়নি। গত ৬ জুন নতুন প্রকাশিত খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের গেজেটে তাঁর নাম ওঠে। গেজেট বিভ্রাটের কারণে তাঁর বীরবিক্রম স্বীকৃতি পেতে বিলম্ব হয়েছে। বীরবিক্রম আবদুল খালেকের বড় ছেলে মাসুম আক্তার জামান জানান, হাসপাতালে ভর্তির তিন-চার দিন আগে তার বাবার জ্বর ও কাশির সমস্যা দেখা দেয়। সোমবার সকালে তাঁকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তিনি মারা যান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর