শুক্রবার, ৩১ জুলাই, ২০২০ ০০:০০ টা

হাতিয়া চ্যানেলে ক্লিংকারবোঝাই জাহাজডুবি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বঙ্গোপসাগরের হাতিয়া চ্যানেলে দুটি লাইটারেজ জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সিমেন্ট ক্লিংকারবোঝাই একটি জাহাজ ডুবে গেছে। গতকাল সকাল সাড়ে ৮টার দিকে হাতিয়া চ্যানেলের বয়ারচরের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানান বিআইডব্লিউটিএর উপ-পরিচালক মো. সেলিম। ডুবে যাওয়া জাহাজের নাম এমভি তাসনেহা-৫। জাহাজটি বন্দরের বহির্নোঙর থেকে একটি বড় জাহাজ থেকে সিমেন্ট ক্লিংকার নিয়ে কাঁচপুর যাচ্ছিল। বিআইডব্লিউটিএ কর্মকর্তা মো. সেলিম বলেন, দুটি লাইটারেজ জাহাজ পাশাপাশি চলার সময় এমভি নীলগিরির সঙ্গে ধাক্কা লাগে তাসনেহার। এতে জাহাজটির পেছনের হ্যাজ ফেটে হাতিয়া চ্যানেলে ডুবে যায়। তাসনেহা-৫ এর ১৩ জন নাবিক অন্য একটি নৌযানে উঠে আত্মরক্ষা করেন। তবে জাহাজডুবিতে হাতিয়া চ্যানেলে অন্যান্য জাহাজ চলাচলের ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর