বুধবার, ৫ আগস্ট, ২০২০ ০০:০০ টা

কমছে করোনা আক্রান্ত বাড়ছে অন্য রোগী

চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্তের হার কমছে। তিন মাসের মধ্যে চট্টগ্রামে সবচেয়ে কম করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন রবি ও সোমবার। এ দুই দিনে চট্টগ্রামের দুটি পিসিআর ল্যাবে পরীক্ষা হয়েছে মাত্র ২৪৩টি নমুনা। তবে করোনা রোগী কমলেও স্বাভাবিক রোগী বাড়ছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্বাভাবিক রোগীর সংখ্যা বাড়ছে। করোনাকালে এ হাসপাতালে ১ হাজার ৩৪৮টি শয্যা ও ৪৮টি বিভাগের মধ্যে রোগী ছিলেন মাত্র ৫০০ থেকে ৭০০ জন। কিন্তু ১৫ দিন ধরে রোগী ভর্তির চাপ বাড়ছে। বন্ধের সময় এ হাসপাতালে ১ হাজার থেকে ১ হাজার ২০০ পর্যন্ত রোগী ভর্তি ছিলেন। চমেক হাসপাতালের উপপরিচালক ডা. আফতাবুল ইসলাম বলেন, ‘ঈদের বন্ধের সময় হাসপাতালের রোগীর সেবা কার্যক্রম স্বাভাবিক ছিল। বন্ধের সময় চিকিৎসকরা রুটিন করে দায়িত্ব পালন করেছেন। তবে এখন করোনা রোগীর সংখ্যা কমছে এবং স্বাভাবিক রোগীর সংখ্যা ক্রমে বাড়ছে। তা ছাড়া চাপ কম থাকায় বর্তমানে রোগীরা ভালো সেবা পাচ্ছেন।’ সিভিল সার্জন কার্যালয়সূত্রে জানা যায়, চট্টগ্রামের দুটি ল্যাবের নমুনা পরীক্ষায় ২৪ ঘণ্টায় নতুন করে ১৭ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন।

এর আগে রবিবার শনাক্ত হন নয়জন। বর্তমানে চট্টগ্রামে মোট করোনা রোগীর সংখ্যা ১৪ হাজার ৫০৬। এর মধ্যে নগরে ১০ হাজার ১৬৮, উপজেলায় ৪ হাজার ৩৩৮ জন। ইতোমধ্যে করোনায় আক্রান্ত হয়ে ২৩৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নগরে ১৬৩ ও উপজেলায় ৭১ জন। চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৫১৭ জন।

সর্বশেষ খবর