বুধবার, ৫ আগস্ট, ২০২০ ০০:০০ টা

করোনায় টিভি ব্যক্তিত্ব ও চিকিৎসকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

ঈদের ছুটিতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, শিক্ষক, ডাক্তার ও টেলিভিশন ব্যক্তিত্বসহ বিভিন্ন পেশার মানুষ। সোমবার বিকালে মৃত্যুবরণ করেন জাসদ স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট হাবিবুর রহমান শওকত। মঙ্গলবার রাতেই তাকে রাষ্ট্রীয় মর্যাদায় রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার। বাংলাদেশ টেলিভিশনের এক সময়ের জনপ্রিয় প্রযোজক মোহাম্মদ বরকতুল্লাহ (৭৭) করোনায় আক্রান্ত হয়ে সোমবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে মৃত্যুবরণ করেন। বিটিভির সাড়া জাগানো ধারাবাহিক ‘কোথাও কেউ নেই’, ‘ঢাকায় থাকি’ ও ‘সকাল সন্ধ্যা’ প্রযোজনা করেছিলেন মোহাম্মদ বরকতউল্লাহ। বিটিভি ছাড়া তিনি চ্যানেল ওয়ান ও বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন। চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামের ডা. মো. নজরুল ইসলাম চৌধুরী (তসলিম) নামের আরও এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) অর্থোপেডিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন। সোমবার রাত সাড়ে ১০টার দিকে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

তিনি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের ২১তম ব্যাচের ছাত্র।

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রাজশাহী সরকারি মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান কাবীর আহমাদ (৫০) মৃত্যুবরণ করেছেন। শনিবার দিবাগত রাত ১২টার দিকে রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি ছিলেন। করোনার উপসর্গ নিয়ে গত ২৮ জুলাই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কাবীর আহমাদ রাজশাহী নগরীর মহিষবাথান এলাকায় পরিবার নিয়ে থাকতেন। তার গ্রামের বাড়ি নওগাঁর পোরশায়। এদিকে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার মেহার ডিগ্রি কলেজের প্রভাষক কবিরুল ইসলাম (৬০) করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন।

সর্বশেষ খবর