শুক্রবার, ৭ আগস্ট, ২০২০ ০০:০০ টা

করোনাভাইরাসের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

দেশের বিভিন্ন জেলায় জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া, গলাব্যথা ও শ্বাসকষ্টের মতো করোনা উপসর্গ নিয়ে এক দিনে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পাঁচজন পুরুষ ও চারজন নারী। তারা কুমিল্লা, পটুয়াখালী ও সাতক্ষীরা জেলার বাসিন্দা ছিলেন। তারা প্রত্যেকেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর- কুমিল্লা : কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে তিনজন নারীসহ আরও সাতজন মারা গেছেন। আইসোলেশন ওয়ার্ডে তিনজন এবং আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় চারজন মারা যান। বৃহস্পতিবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মারজানা আক্তার এসব তথ্য জানান। উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিরা হলেন- বুড়িচং উপজেলার আবদুল খালেক (৮৫), রফিকুল ইসলাম (৬০) ও কাজী সামছুল হকের স্ত্রী আইনুন নাহার (৬০)। দেবিদ্বার উপজেলার লালু মিয়া (৭০) ও বেছু মিয়ার স্ত্রী শাহিনা বেগম (৫১)। বরুড়া উপজেলার শাকপুর নরেন্দ্রপুর এলাকার আবদুল হালিম (৬৪) ও মুরাদনগর উপজেলার হযরত আলীর স্ত্রী মারুফা বেগম (৩৮)। পটুয়াখালী : জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে এক বৃদ্ধ মারা গেছেন। সাতক্ষীরা : জ্বর ও শ্বাসকষ্টসহ করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে তিনি হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তার বাড়ি সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর