শিরোনাম
শুক্রবার, ৭ আগস্ট, ২০২০ ০০:০০ টা

শেখ কামালের হাতে খেলাধুলা ও সংস্কৃতি চর্চার ভিত্তি তৈরি হয়

ওয়েবিনারে মত প্রকাশ করেন বিশিষ্টজনেরা

নিজস্ব প্রতিবেদক

শহীদ শেখ কামালের শুধু রাজনীতিতে নয়, সাংস্কৃতিক ক্ষেত্রেও তার বিচরণ ছিল। তাঁরই হাত ধরে স্বাধীন বাংলাদেশের তরুণদের মাঝে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার ভিত্তি তৈরি হয়। জাতির একটি সংস্কৃতির জন্য যা যা উপাদান দরকার ছিল তার ভিত্তি শেখ কামাল গড়ে দিয়েছিলেন। বুধবার রাতে আওয়ামী লীগ আয়োজিত এক ওয়েবিনারে এই মত প্রকাশ করেন বিশিষ্টজনরা। দলের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের সহযোগিতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক, তরুণ রাজনীতিক শহীদ শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘তারুণ্যের জেগে ওঠার নাম শেখ কামাল’ শীর্ষক এই ওয়েবিনারের আয়োজন করা হয়। অনলাইনে যুক্ত হন মুক্তিযোদ্ধা ও নাট্যজন নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম. হামিদ, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক হারুন-উর-রশিদ, সিনিয়র ক্রীড়া সাংবাদিক অঘোর ম-ল এবং আবাহনীর প্রথম অফিশিয়াল ফটোগ্রাফার এবং সিনিয়র ফটোসাংবাদিক পাভেল রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলামিস্ট সুভাষ সিংহ রায়। নাসির উদ্দিন ইউসুফ বলেন, উনি (শেখ কামাল) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সন্তান এমন কোনো দাম্ভিকতা ছিল না। ম হামিদ বলেন, স্বাধীনতার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক চর্চা দেখার মতো ছিল। শুধু রাজনীতিতেই নয়, শেখ কামালের বিচরণ ছিল সাংস্কৃতিক ক্ষেত্রেও। হারুন-উর-রশীদ বলেন, শেখ কামাল যে প্রতিভার স্বাক্ষর রেখে গেছেন এই বয়সী কারও মাঝে এমন প্রতিভার দেখা পাই না। পাভেল রহমান ১৯৭৪ সালে তার আবাহনী ক্লাবের ফটোগ্রাফার হিসেবে নিযুক্তির স্মৃতিচারণ করে বলেন, তিনি আমাকে ক্লাব ফটোগ্রাফার বানিয়েছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর