শুক্রবার, ৭ আগস্ট, ২০২০ ০০:০০ টা

খুলনায় পরগাছার মতো বেড়ে উঠছে ভুঁইফোড় সংগঠন

ভুঁইফোড় সংগঠন বিলুপ্ত না করলে আইনি ব্যবস্থা

সামছুজ্জামান শাহীন, খুলনা

খুলনায় আওয়ামী লীগের গঠনতন্ত্র উপেক্ষা করে প্রজন্ম লীগ, নবীন লীগ, যুব স্বেচ্ছাসেবক লীগ, বঙ্গবন্ধু ছাত্র যুব প্রজন্মলীগসহ বিভিন্ন নামে ভুঁইভোড় সংগঠন আত্মপ্রকাশ করেছে। এদের কোনো অনুমোদন নেই মূল দলের। জানা যায়, সরকারি দলের নাম ভাঙিয়ে ভূমি দখল, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাে র অভিযোগ রয়েছে এসব সংগঠনের নেতাদের বিরুদ্ধে। এতে সাধারণ মানুষের কাছে দলের ভাবমূর্তি ক্ষুণœ হচ্ছে। দলের ক্লিন ইমেজ ফেরাতে আগামী এক সপ্তাহের মধ্যে খুলনায় অগঠনতান্ত্রিক এসব সংগঠন বিলুপ্তির আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সিনিয়র নেতারা। অন্যথায় আইনি ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। খুলনা নগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র তালুকদার আবদুল খালেক জানান, কিছু দিন ধরে আওয়ামী লীগের অনুমোদন ছাড়াই বেশ কিছু ভুঁইফোড় সংগঠন আত্মপ্রকাশ করেছে। জানা যায়, ভুঁঁইফোড় সংগঠনের লাগাম টেনে ধরতে অবশেষে সক্রিয় হয়েছে খুলনা আওয়ামী লীগ। অগঠনতান্ত্রিক সংগঠনের জন্ম দেওয়ার মধ্য দিয়ে কুচক্রী মহল আওয়ামী লীগের বড় ধরনের ক্ষতি করার ষড়যন্ত্র করছে দাবি করে বিবৃতি দিয়েছেন আওয়ামী লীগ নেতারা। একই সঙ্গে ওই সব সংগঠনের নেতা-কর্র্মীর ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। বিবৃতিদাতারা হচ্ছেন- শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান এমপি, নগর আওয়ামী লীগ সভাপতি তালুকদার আবদুল খালেক, সংসদ সদস্য সেখ সালাহ উদ্দিন জুয়েল, জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ, মহানগর সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত কুমার অধিকারী, জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস, সংসদ সদস্য নারায়ন চন্দ্র চন্দ, আকতারুজ্জামান বাবু এমপি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর