শনিবার, ৮ আগস্ট, ২০২০ ০০:০০ টা

করোনা সংক্রমণ ফের বাড়ছে খুলনায়

জোনভিত্তিক লকডাউনে কড়াকড়ির নির্দেশনা

সামছুজ্জামান শাহীন, খুলনা

খুলনায় করোনাভাইরাস সংক্রমণ ফের বাড়তে শুরু করেছে। জোনভিত্তিক লকডাউনে কয়েক সপ্তাহে সংক্রমণের হার কমলেও ঈদের পর তা ঊর্ধ্বমুখী হতে দেখা গেছে। গত ছয় দিনে খুলনা বিভাগের দশ জেলায় করোনা শনাক্ত হয়েছেন ১৪০৬ জন। এর মধ্যে মারা গেছেন ১৬ জন। চিকিৎকরা বলছেন, ঈদের সময় মানুষের আনাগোনা বেড়ে যাওয়া, অসচেতনতা ও স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে অনীহার কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে। জানা যায়, ঈদের আগে ৩১ জুলাই পর্যন্ত বিভাগের দশ জেলায় করোনা শনাক্ত হয়েছিল ১১ হাজার ৮৩৩ জন। গত ৬ আগস্ট পর্যন্ত শনাক্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৩ হাজার ২৩৯ জন। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, জনসংখ্যা অনুপাতে আক্রান্তের হার বিবেচনায় বিভাগের খুলনা, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া ও সাতক্ষীরা জেলা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। জেলা সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ বলেন, ঈদের আগে পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল। এ অবস্থায় কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই। এদিকে সংক্রমণ বেড়ে যাওয়ায় জোনভিত্তিক লকডাউনে কড়াকড়ি আরোপের কথা বলেছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রাশেদা সুলতানা। তিনি বলেন, ঈদের কারণে লকডাউনে কিছুটা শিথিলতা ছিল। কিন্তু সংক্রমণ বাড়তে থাকায় আবারও লকডাউন জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর