শনিবার, ৮ আগস্ট, ২০২০ ০০:০০ টা

ধারণক্ষমতার অধিক যাত্রী লঞ্চে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি

বিআইডব্লিউটিএর স্পেশাল সার্ভিস

রাহাত খান, বরিশাল

ঈদের ৫ দিন পর নৌপথে ঢাকামুখী ‘স্পেশাল সার্ভিস’ চালু করেছে বিআইডব্লিউটিএ। ঈদের পরদিন থেকে প্রতিদিন ঢাকামুখী যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। ভিড় সামলাতে নিয়মিত ৬টি লঞ্চের পাশাপাশি স্পেশাল সার্ভিসে আরও ৯টি লঞ্চ চলার অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ। তারপরও প্রতিটি লঞ্চে ধারণ ক্ষমতার অধিক যাত্রী বহন করতে দেখা গেছে। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। যদিও লঞ্চগুলোতে স্বাস্থ্যবিধিসহ শারীরিক দূরত্ব রক্ষায় নানা পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে বিআইডব্লিউটিএ। গতকাল বরিশাল নদীবন্দর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় ১৫টি বিশালাকার লঞ্চ। প্রতিটি লঞ্চ ছিল কানায় কানায় পূর্ণ। মাস্কবিহীন অনেক যাত্রী দেখা গেছে। লঞ্চগুলোতে জীবানুনাশকসহ সুরক্ষা সামগ্রী ছিল নামমাত্র। কোনো লঞ্চের যাত্রীদের শারীরিক দূরত্ব রক্ষা হয়নি। লঞ্চ কর্তৃপক্ষ শুধু মাইকে ঘোষণা দিয়েই স্বাস্থ্যবিধি রক্ষার দায়িত্ব পালন করে। নিয়মিত সার্ভিসে গতকাল ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে ৬টি লঞ্চ। এ ছাড়া স্পেশাল সার্ভিসে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে ৯টি বিশালাকৃতির লঞ্চ। সব লঞ্চে উপচে পড়া ভিড় দেখা গেছে। কোন লঞ্চে পা ফেলার মতো কোন  জায়গা ছিল না। স্বাস্থ্যবিধি ছিল শুধুই কাগজে-কলমে। বিধি রক্ষায় লঞ্চ কোম্পানিগুলোর তৎপরতাও ছিল লোক দেখানো। যদিও স্বাস্থ্য বিধি রক্ষায় বরিশাল নদী বন্দরে কাজ করে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের বিচারক জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা জানান, ঢাকামুখি লঞ্চে যাত্রীদের চাপ বেশী থাকায় নির্ধারিত সময়ের আগেই সব লঞ্চকে নদী বন্দর ত্যাগ করতে বাধ্য করা হয়েছে। এছাড়া ঢাকামুখি ভায়া লঞ্চগুলোকে বরিশাল নদী বন্দরে নোঙ্গর করতে দেয়া হয়নি।

 স্বাস্থ্যবিধি রক্ষায় যাত্রী এবং লঞ্চ কর্তৃপক্ষকে কড়া সতর্কবার্তা দেওয়া হয় বলে তিনি জানান।

বিআইডব্লিউটিএ বরিশালের যুগ্ম পরিচালক (বন্দর ও পরিবহন) আজমল হুদা মিঠু সরকার জানান, ঈদের পর গতকাল বরিশাল নদীবন্দরে ঢাকামুখী জন¯্রােত ছিলো সব চেয়ে বেশি। এ কারণে শৃঙ্খলা এবং স্বাস্থ্যবিধি রক্ষায়  নিয়মিত ৬টি লঞ্চের পাশাপাশি স্পেশাল সার্ভিসে চলার জন্য ৯টি লঞ্চকে অনুমতি দেয়া হয়েছে। প্রশাসনের উপস্থিতিতে প্রতিটি লঞ্চ নির্ধারিত সময়ের আগে বন্দর ত্যাগ করতে বাধ্য করা হয়েছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর