শনিবার, ৮ আগস্ট, ২০২০ ০০:০০ টা

এরশাদ আজীবন দেশের জন্য কাজ করে গেছেন

-জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, দলের প্রতিষ্ঠাতা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ দেশে গণতন্ত্রের জন্য আজীবন কাজ করে গেছেন। ৩৬ বছরের রাজনৈতিক জীবনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে নেওয়ার জন্য নিজ শাসনামল এবং পরবর্তী প্রতিটি সরকারের সঙ্গেই কাজ করে গেছেন। তিনি অগণতান্ত্রিক কাজ করেননি, যার ফলে জেলে থাকা অবস্থায়ও দেশের জনগণ পাঁচটি আসনে তাকে নির্বাচিত করে সম্মানিত করেছে। গতকাল কাকরাইল কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পার্টি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন তিনি। উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদ, আলমগীর সিকদার লোটন, চেয়ারম্যানের উপদেষ্টা হাসিবুল ইসলাম জয় প্রমুখ।

নেতা-কর্মীদের উদ্দেশে জি এম কাদের বলেন, করোনা পরিস্থিতিতে একমাত্র জাতীয় পার্টিই সর্বাত্মকভাবে মাঠে আছে। তিনি বলেন, দেশের মানুষ জাতীয় পার্টির রাজনীতিকে ইতিবাচক হিসেবে গ্রহণ করে। ওপর থেকে নিচ পর্যন্ত সংগঠনকে ঢেলে সাজাতে হবে। পরিবর্তিত পরিস্থিতিতে জাতীয় পার্টিকে আরও ওপরে ওঠাতে সবার সহযোগিতা দরকার। জাতীয় পার্টির ভবিষ্যৎ উজ্জ্বল, জনগণের প্রত্যাশা পূরণে জাতীয় পার্টির বিকল্প নেই।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর