শনিবার, ৮ আগস্ট, ২০২০ ০০:০০ টা
গ্রিন ইউনিভার্সিটি ওয়েবিনার

করোনা মোকাবিলায় প্রযুক্তির কাছেই ফিরতে হবে

নিজস্ব প্রতিবেদক

শুধু করোনাভাইরাস নয়, যেকোনো ধরনের মহামারী রোধে প্রযুক্তির ভূমিকা অনেক। এ ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির মাধ্যমে যেমন করোনা শনাক্ত ও প্রতিরোধ সম্ভব, তেমনি সামাজিক নিরাপত্তা ও রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নেও কাজে লাগানো যেতে পারে। কভিড-১৯ মোকাবিলায় প্রযুক্তির কাছেই ফিরতে হবে। রাজধানীর গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে গতকাল ‘হাউ এআই কেন হেল্প ফাইটিং এগেইনিস্ট কভিড-১৯’ শীর্ষক ওয়েবিনারে বক্তারা এসব কথা বলেন। বিশ^বিদ্যালয়ের ইইই ক্লাব এ অনুষ্ঠানের আয়োজন করে। বিশ^বিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুর রাজ্জাক, কাতার ইউনিভার্সিটির শিক্ষক ড. এনামুল হক চৌধুরীসহ অন্যরা বক্তব্য দেন। বিশ^বিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফায়জুর রহমান প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর