শনিবার, ৮ আগস্ট, ২০২০ ০০:০০ টা

চসিকের ‘সহায়ক পরিষদ’ গঠন নিয়ে তদবির

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাচিত পঞ্চম পরিষদের মেয়াদ শেষ হওয়ায় নিয়ম অনুযায়ী সরকার মেয়র পদে প্রশাসক নিয়োগ দিয়ে থাকে। কিন্তু ওয়ার্ড কাউন্সিলরের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। ফলে নগরবাসীর দৃষ্টি রয়েছে প্রশাসকের সহায়ক পরিষদ গঠন নিয়ে। এ বিষয়ে নগরবাসীর ভিতর নানা গুঞ্জন চলছে। কারা হচ্ছেন সহায়ক পরিষদের সদস্য- এ সম্পর্কে খোঁজ নিতে গিয়ে জানা গেছে, সহায়ক পরিষদের সদস্য পদ পেতে প্রত্যাশী অনেকেই। এ জন্য তারা তদবিরও শুরু করেছেন। অনেকেই নিজ নিজ অবস্থান থেকে সরকার দলের ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন। প্রসঙ্গত, চসিকের নির্বাচিত পঞ্চম পরিষদের মেয়াদ শেষ হয় গত ৫ আগস্ট। ৬ আগস্ট দুপুরে নগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজন প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেন।

 চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা বলেন, ‘প্রশাসক নিয়োগের পর সরকার কাউন্সিলরদের কাজ সম্পাদনে একটি সহায়ক পরিষদ গঠন  করবে, যারা কাউন্সিলরের স্থলাভিষিক্ত হিসেবে কাজ করবেন। তবে এ ব্যাপারে সরকার থেকে এখনো সিদ্ধান্ত আসেনি। সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত ওয়ার্ড সচিবরা জনগণের প্রত্যাশিত সেবা প্রদানে সহায়তা করবেন। পরে সহায়ক পরিষদ গঠন হলে তারাই ওয়ার্ড কাউন্সিলরের দায়িত্ব পালন করবেন।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর