শনিবার, ৮ আগস্ট, ২০২০ ০০:০০ টা

চসিকের অ্যাম্বুলেন্স থেকে তেল বিক্রি!

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) পরিচালিত মেমন মাতৃসদন হাসপাতালের অ্যাম্বুলেন্স থেকে দিনের বেলায় তেল বিক্রির অভিযোগ পাওয়া গেছে। গতকাল সকাল ৯টা ৫৯ মিনিটে নগরের পোর্ট কানেকটিং রোড এলাকায় একটি অ্যাম্বুলেন্স থেকে আরেকটি যানবাহনে তেল দেওয়ার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়। মেমন হাসপাতালের অ্যাম্বুলেন্সটির নম্বর চট্টমেট্রো চ ৭১-০৩৩৬। শরীফ নামের স্থানীয় এক বাসিন্দা ছবিগুলো মুঠোফোনে ধারণ করেন। ছবিতে দেখা গেছে, ক্যাপ পরিহিত একজন আরেক ব্যক্তির সহায়তায় বড় একটি যানবাহনে তেল পাচার করছেন। অভিযোগ আছে, প্রায় প্রতিদিনই চসিকের বিভিন্ন যানবাহন থেকে পোর্ট কানেকটিং রোড এলাকায় চুরি করে তেল বিক্রির ঘটনা ঘটে। চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা বলেন, ‘বিষয়টা আমরা শুনেছি। সব খবর নিয়ে ঘটনার সত্যতা পেলে অভিযুক্তের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 অন্যায় করলে কাউকে ছাড় দেওয়া হবে না।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর