শনিবার, ৮ আগস্ট, ২০২০ ০০:০০ টা

নানা কর্মসূচিতে মাহবুব আলী খানকে স্মরণ করল বিএনপি

নিজস্ব প্রতিবেদক

সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে বিএনপি। দিবসটি উপলক্ষে গতকাল ভার্চুয়াল স্মরণসভা অনুষ্ঠিত হয়। মাহবুব আলী খান সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডা.  জোবায়দা রহমানের পিতা। স্মরণসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ উদ্দিন আহমেদ প্রমুখ বক্তব্য দেন।

মাহবুব আলী খানের কনিষ্ঠ জামাতা তারেক রহমান এবং তার কন্যা ডা. জোবাইদা রহমানও অংশ নেন।

স্মরণসভায় বক্তারা মাহবুব আলী খানের বর্ণাঢ্য কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন। দেশ ও জাতির সেবায় তার অবদানের ওপর আলোকপাত করেন। নারীর সমধিকার প্রতিষ্ঠায় তার প্রচেষ্টা ছিল গুরুত্ববহ। সামরিক বাহিনীতে নারীদের নিয়োগের ব্যাপারে তিনি প্রচেষ্টা চালিয়েছেন। তার শুরু করা দাতব্য কাজগুলো আজও চলমান। রাজনীতিতে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের অবদান তুলে ধরেন তারই রাজনৈতক সহযোদ্ধা ব্যারিস্টার মওদুদ আহমেদ। দক্ষিণ তালপট্টি দ্বীপ দখলে তার সাহসিকতা তুলে ধরেন হাফিজ উদ্দিন আহমদ। এ সময় সিলেটের নেতারা বলেন, তার মৃত্য্যুতে সিলেট হারিয়েছে একজন অভিভাবক। সবশেষে স্মরণসভায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এ ছাড়া মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর