রবিবার, ৯ আগস্ট, ২০২০ ০০:০০ টা

করোনাভাইরাসের উপসর্গে আরও সাতজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসের উপসর্গে আরও সাতজনের মৃত্যু

দেশের বিভিন্ন জেলায় জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া, গলাব্যথা ও শ্বাসকষ্টের মতো করোনা উপসর্গ নিয়ে একদিনে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিনজন পুরুষ ও চারজন নারী। তারা কুমিল্লা, পটুয়াখালী ও ফরিদপুর জেলার বাসিন্দা ছিলেন। তারা প্রত্যেকেই হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সংশ্লিষ্টদের বাড়িঘরও লকডাউন করেছে প্রশাসন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো তথ্য : কুমিল্লা : করোনাভাইরাসের উপসর্গ নিয়ে গতকাল সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় কুমিল্লার কভিড হাসপাতালে চারজন মারা গেছেন। তাদের মধ্যে দু’জন পুরুষ ও দু’জন নারী।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তিদের মধ্যে গতকাল ভোররাত ৪টা ৪০ মিনিটে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ৬৯ বছরের এক পুরুষ করোনা ওয়ার্ডে মারা যান। শুক্রবার রাত ১১টা ৫০ মিনিটে নাঙ্গলকোট উপজেলার ৬০ বছরের এক নারী আইসোলেশন ওয়ার্ডে এবং সকাল ১০টা ৪০ মিনিটে চান্দিনা উপজেলার ৪৮ বছরের এক পুরুষ মারা গেছেন। শুক্রবার বিকাল ৫টা ৪০ মিনিটে লাকসাম উপজেলার ৪৯ বছরের এক নারী হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান। পটুয়াখালী : করোনাভাইরাসে সংক্রমণের উপসর্গ নিয়ে পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে দুই নারী মারা গেছেন। পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতাল সূত্র জানায়, শুক্রবার রাতে মারা যাওয়া নারীর বাড়ি বরগুনায়। ওই নারীর বয়স ৭০ বছর। অপর নারীর বাড়ি পটুয়াখালী জেলার দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের চর বয়রা গ্রামে। ওই নারীর বয়স ৪০ বছর। ফরিদপুর : করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ফরিদপুরে রথীন্দ্রনাথ ঘোষ (৭২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর