রবিবার, ৯ আগস্ট, ২০২০ ০০:০০ টা

বঙ্গমাতা ছিলেন আমৃত্যু বঙ্গবন্ধুর ছায়াসঙ্গী : নাছির

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের সদ্য বিদায়ী সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেছেন, শেখ ফজিলাতুন নেছা মুজিব বঙ্গবন্ধুর উত্তাল রাজনৈতিক জীবনে একজন সার্বক্ষণিক ছায়াসঙ্গী হয়ে ছিলেন। বঙ্গবন্ধুর কঠিন রাজনৈতিক বাস্তবতার সময় সুনিপুণ পরামর্শ ও রাজনৈতিক রণকৌশল নির্ধারণেও মুখ্য ভূমিকা রেখেছিলেন। সর্বোপরি সাহস ও শক্তি দিয়ে তিনি নিজেই সামলে নিয়েছিলেন পরিবারকে।

গতকাল সকালে নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে বঙ্গমাতা  শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম নগর আওয়ামী লীগ আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আ জ ম নাছির বলেন, বঙ্গমাতা এতই দূরদর্শী ছিলেন যে, বঙ্গবন্ধু যখন কারাগারে ছিলেন, তখন তাকে লেখালেখি করার তাগিদ দিয়েছিলেন। সেই তাগিদ থেকেই বঙ্গবন্ধুর লেখালেখির ফসল- অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামচা। 

এ সময় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, নগর আওয়ামী লীগের সহসভাপতি নঈম উদ্দিন চৌধুরী, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, যুগ্ম-সাধারণ সম্পাদক এম এ রশিদ, উপদেষ্টাম-লীর সদস্য শফর আলী, শেখ মাহমুদ ইছহাক, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, চৌধুরী হাসান মাহমুদ হাসনী।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর