রবিবার, ৯ আগস্ট, ২০২০ ০০:০০ টা

নানা আয়োজনে বঙ্গমাতার জন্মদিন উদ্যাপিত

নিজস্ব প্রতিবেদক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী ছিল গতকাল ৮ আগস্ট। নানা কর্মসূচির মধ্য দিয়ে উদ্যাপন করা হয়েছে দিনটি। এ উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় রাজধানীর শিশু একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য দেন। সকালে বনানী কবরস্থানে বঙ্গমাতার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে নেতা-কর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন। এ ছাড়া স্বাস্থ্যবিধি মেনে সেখানে তাঁর রুহের মাগফিরাত কামনা করে কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

গত রাতে মহিলা আওয়ামী লীগ ভার্চুয়াল পদ্ধতিতে ‘গৃহকোণ থেকে জনগণের হৃদয়ে’ শীর্ষক বিশেষ ওয়েবিনার আয়োজন করে। সাবেক ছাত্রনেতা ও কলামিস্ট সুভাষ সিংহ রায়ের সঞ্চালনায় আলোচক ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক নাসরীন আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও কবি অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক সাদেকা হালিম ও কবি কাজী রোজী। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিনিয়র সাংবাদিক অজয় দাশগুপ্ত। এ ছাড়া আওয়ামী লীগের ত্রাণ কমিটির উদ্যোগে আটটি হাসপাতালে করোনা প্রতিরোধ ও চিকিৎসাসামগ্রী বিতরণ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা ও গরিব অসহায়দের মাঝে খাদ্য বিতরণ করা হয়।

সকালে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদনের সময় আওয়ামী লীগ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বেগম মতিয়া চৌধুরী, আবদুল মতিন খসরু, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, মাহবুব-উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আহমদ হোসেন, বি এম মোজাম্মেল হক, মির্জা আজম, আবদুস সোবহান গোলাপ, আবদুস সবুর, ব্যারিস্টার বিপ্লব বড়–য়া, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, খ ম জাহাঙ্গীর হোসাইন, এ বি এম রিয়াজুল কবির কাওছার, সায়েম খান, সাহাবুদ্দিন ফরাজী, গোলাম রাব্বানী চিনু, মারুফা আকতার পপি প্রমুখ। এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বঙ্গমাতার কবরে শ্রদ্ধা নিবেদন করেন।

এ ছাড়া মহানগরী আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগসহ বিভিন্ন সংগঠনের নেতার মধ্যে শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন শেখ বজলুর রহমান, এস এ মান্নান কচি, আবু আহমেদ মন্নাফী, হুমায়ুন কবির, শেখ ফজলে করিম শামস পরশ, মাইনুল হোসেন খান নিখিল, আল নাহিয়ান খান জয়, লেখক ভট্টাচার্য, নির্মল রঞ্জন গুহ, আফজালুর রহমান বাবু, নাজমা আকতার, অপু উকিল, সমির চন্দ, উম্মে কুলসুম স্মৃতি, সাফিয়া খাতুন, মাহমুদা বেগম কৃক, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের অরুণ সরকার রানা, চিত্রনায়িকা মৌসুমী, নায়ক শাকিল খান, নায়িকা শাহনূরসহ নেতৃবৃন্দ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর