রবিবার, ৯ আগস্ট, ২০২০ ০০:০০ টা

গাইবান্ধায় বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বন্যাকবলিত পরিবারের সঙ্গে কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার -বাংলাদেশ প্রতিদিন

বন্যায় ক্ষতিগ্রস্ত গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্র নদের চরাঞ্চল উজালের ডাঙ্গা গ্রাম গতকাল পরিদর্শন করেছেন মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। রাষ্ট্রদূত মিলার উজালের ডাঙ্গা গ্রামের বন্যাকবলিত কয়েকটি পরিবারের সঙ্গে কথা বলেন। তিনি বন্যাকালীন সময়ে চর এলাকার অসহায় দরিদ্র নারীদের কী ধরনের কষ্ট ও দুর্ভোগ হয় তা শোনেন। এ পরিস্থিতিতে আগামীতে কী ধরনের উন্নয়ন কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন তাও জানতে চান। এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধার জেলা প্রশাসক মো. আবদুল মতিন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাহাত পাওহারী, ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রায়হান দোলন প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর