রবিবার, ৯ আগস্ট, ২০২০ ০০:০০ টা

বিচারবহির্ভূত হত্যা বন্ধ করতে হবে

-পীর চরমোনাই

নিজস্ব প্রতিবেদক

বিচারবহির্ভূত হত্যাকান্ড বন্ধের দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব কাউকে সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদ করা বা আইনের আওতায় এনে তদন্ত করে ব্যবস্থা নেওয়া। কিন্তু কোনো জিজ্ঞাসাবাদ, তদন্ত ও বিচার ছাড়াই কাউকে গুলি করে হত্যা করা মানবাধিকার ও আইনের লঙ্ঘন। যা গভীর উদ্বেগের কারণ। পুলিশের গুলিতে অব. মেজর সিনহা মো. রাশেদ খান নিহত হওয়ার ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে গতকাল এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।  ইসলামী আন্দোলনের আমির বলেন, আইন ও সালিশ কেন্দ্রের তথ্যানুযায়ী গত জুলাই মাসে ৩৫ জনকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ক্রসফায়ারের নামে বিচার বহির্ভূতভাবে হত্যা করেছে।

বিনা বিচারে কাউকে হত্যা করার অধিকার প্রচলিত আইন কিংবা ইসলামেও নেই। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে চরম অবনতি ঘটেছে, তার নির্মম শিকার হয়ে সিনহা দুনিয়া থেকে বিদায় নিলেন। আমরা এ হত্যাকান্ডের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পীর চরমোনাই দ্রুতবিচার ট্রাইব্যুনালের মাধ্যমে অতি অল্প সময়ের মধ্যে সাবেক সেনা কর্মকর্তা সিনহা মো. রাশেদ খান হত্যার বিচার সম্পন্ন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর