সোমবার, ১০ আগস্ট, ২০২০ ০০:০০ টা

ডিএনসিসি মার্কেট হাসপাতাল হচ্ছে?

পরিকল্পনা চলছে যে কোনো সময় সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মহাখালী মার্কেটকে ৫০০ শয্যার আরবান হাসপাতালে রূপান্তরের পরিকল্পনা চলছে। এটি বর্তমানে করোনা আইসোলেশন সেন্টার হিসেবে ব্যবহৃত হচ্ছে। গতকাল ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম করোনা আইসোলেশন সেন্টার পরিদর্শনকালে এ কথা জানান। তিনি বলেন, ‘ডিএনসিসি মার্কেট মূলত পাইকারি কাঁচাবাজারের জন্য তৈরি করা হয়েছিল। কিন্তু বিভিন্ন কারণে এটি বাজারে বাস্তবায়ন করা যায়নি। ৭০০ দোকান বিক্রয়ের পরিকল্পনা নিয়ে গত বছর আমরা সিটি করপোরেশনের বাজেট প্রণয়ন করেছিলাম। কিন্তু এর মাঝে কভিড এলো। কভিড আমাদের অনেক বড় শিক্ষা দিয়ে গেছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের নিজস্ব কোনো হাসপাতাল নেই। ঢাকা সিটি কর্পোরেশন যখন দুই ভাগ হয় তিনটি হাসপাতালই দক্ষিণ সিটি কর্পোরেশনে পড়েছে। মার্চের শুরুতে করোনা ভাইরাসের সংক্রমণ দেখা দিলে আমরা বলেছিলাম প্রয়োজন হলে এই মার্কেটকে আইসোলেশন সেন্টারে রূপান্তর করা হবে। পরবর্তীতে প্রধানমন্ত্রীর নির্দেশে এটি আর্মড ফোর্স ডিভিশনের কাছে হস্তান্তর করা হয়। ঢাকা উত্তর সিটি করপোরেশনের আরবান হাসপাতাল নেই।

এটিকে কিভাবে আরবান হাসপাতালে রূপান্তর করা যায়, আমরা তার পরিকল্পনা করছি। এই ভবনকে আরবান হাসপাতালে রূপান্তর করতে পারলে নগরবাসীর অনেক সুবিধা হবে। আতিকুল ইসলাম বলেন, মিরপুরে প্যারিস মার্কেট নামে একটি মার্কেট আছে। সেটাকেও কিভাবে হাসপাতালে রূপান্তর করা যায় তার চিন্তাভাবনা করছি। এই দুটি ভবনকে হাসপাতালের রূপান্তর করার জন্য খুব শিগগিরি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি প্রস্তাবনা জমা দেব। এখানে বেড থেকে শুরু করে সব ধরনের ইকুইপমেন্ট মোটামুটি আছে। ছয়তলায় ইংল্যান্ড থেকে আনা উন্নতমানের ২৫টি আইসিইউ আছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর