সোমবার, ১০ আগস্ট, ২০২০ ০০:০০ টা

খোলা তেল কিনে বোতলজাত কারখানা সিলগালা

চট্টগ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চাক্তাই ও খাতুনগঞ্জ এলাকা থেকে খোলা তেল কিনে বোতলজাত করে বিক্রির অভিযোগে এক প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সাকসেস অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে ওই প্রতিষ্ঠান একই কারখানার ভিতর নবান্ন ও গৃহিণী নামে দুটি ব্র্যান্ডে খোলা তেল বোতলজাত করছিল। বোতলের স্টিকারে ব্যবহার করা হচ্ছিল বিএসটিআই’র লোগো। কিন্তু প্রতিষ্ঠানটিরই কোনো বৈধ কাগজপত্র ছিল না। গতকাল চান্দগাঁও থানাধীন বাহির সিগন্যাল মোহরা শিল্প এলাকায় র‌্যাব, জেলা প্রশাসন, বিএসটিআই যৌথ অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুকের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত সাকসেস অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানা কর্তৃপক্ষকে ২ লাখ টাকা জরিমানা ও কারখানাটি সিলগালা করে দেন। এ সময় কারখানার ভিতরে পাওয়া দুই ড্রাম অস্বাস্থ্যকর তেল জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। র‌্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর শামীম সরকার বলেন, প্রায় এক বছর ধরে সাকসেস অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের প্রতিষ্ঠানটি চাক্তাই ও খাতুনগঞ্জ থেকে খোলা তেল ড্রামে করে কিনে এনে বোতলজাত করে বিক্রি করে আসছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর