সোমবার, ১০ আগস্ট, ২০২০ ০০:০০ টা

৭৫ শতাংশ ঘরে এলপিজি পৌঁছে দিতে পেরেছি

-বিদ্যুৎ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ‘আমরা তরলীকৃত প্রাকৃতিক গ্যাসকে (এলপিজি) ৭৫ শতাংশ ঘরে পৌঁছে দিতে পেরেছি। বিদ্যুৎ ও জ্বালানি উভয় ক্ষেত্রেই দু-তিন বছরের মধ্যে ভালো পরিস্থিতির দিকে যেতে পারব। সবাইকে আমরা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেব।’ গতকাল ‘জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস’ উপলক্ষে আয়োজিত এক ভার্চুয়াল সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন। বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ‘অনেকে প্রশ্ন তুলেছেন জাতির জনকের প্রদর্শিত পথে হাঁটছি কি না। বিদ্যুৎ খাতে বিনিয়োগের জন্য বেসরকারি উদ্যোক্তাদের আহ্বান জানিয়েছি। আমরা ২৭০০ এমএমসিএফডি গ্যাস উত্তোলন করতে সক্ষম হয়েছি। গ্যাসের চাহিদা প্রথম দিকে কিছুটা কমলেও এখন বেড়েছে।

রিসোর্স প্লানিংয়ের মধ্যে রয়েছি। জ্বালানির ক্ষেত্রে স্বল্পমেয়াদি, কিছু মধ্যমেয়াদি, কিছু ক্ষেত্রে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছি। একটি বাস্কেটে রেখে পরিকল্পনা নেওয়া আমাদের মতো দেশের পক্ষে ঝুঁকিপূর্ণ।’

প্রতিমন্ত্রী বলেন, ‘বিগত সময়ের সরকারের কিছু ভুলের খেসারত দিতে হচ্ছে এখনো। মিয়ানমার থেকে ভারত গ্যাস নেবে সেই সময়ে বিএনপি-জামায়াত জোট সরকার পাকিস্তানের পরামর্শে পাইপলাইন করতে দেয়নি। অথচ এটি বাস্তবায়িত হলে আমরা সেখান থেকে গ্যাস পেতাম।’

ভার্চুয়াল সভায় প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, ‘আমরা কয়লা নিয়ে কাজ করিনি এ বক্তব্য সঠিক নয়। আমরা স্টাডি করেছি।’ তিনি বলেন, ‘গভীর সমুদ্রে গ্যাস পাওয়া গেলেও ১০ বছর অপেক্ষা করতে হবে। প্যারালাল পরিকল্পনা থাকতে হবে। জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতেই হবে। তাহলে আমরা কম গ্যাস বেশি লোককে দিতে পারব।’

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার বলেন, নিজস্ব উৎসের দিকে বেশি জোর দিতে হবে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. আনিছুর রহমান বলেন, ‘ডিসেম্বরের মধ্যে শ্রীকাইল ইস্ট থেকে গ্যাস পাইপলাইনে সরবরাহ করতে পারব। শরীয়তপুরে বাপেক্স একটি অনুসন্ধান কাজ শুরু করবে। এখানেও ভোলার মতো সম্ভাবনা রয়েছে।’

সভায় প্যানেল আলোচক ছিলেন ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশের চেয়ারম্যান অরুণ কর্মকার, এনার্জি অ্যান্ড পাওয়ার পত্রিকার সম্পাদক মোল্লাহ আমজাদ হোসেন, জ্বালানি বিশেষজ্ঞ ড. ম. তামিম, পেট্রোবাংলার চেয়ারম্যান এ বি এম আবদুল ফাত্তাহ্, বিপিসির চেয়ারম্যান সামছুর রহমান প্রমুখ।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর