সোমবার, ১০ আগস্ট, ২০২০ ০০:০০ টা

শিক্ষানবিশ আইনজীবীদের বিক্ষোভে পুলিশের ধাওয়া

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ বার কাউন্সিলের প্রিলিমিনারি (নৈর্ব্যক্তিক) পরীক্ষায় উত্তীর্ণদের আইনজীবীর সনদ প্রদান ও গেজেট প্রকাশের দাবিতে গতকাল বিকালে রাজধানীতে বিক্ষোভ করেন আন্দোলনরত শিক্ষানবিশরা। এ সময় পুলিশ তাদের ধাওয়া ও লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। পরীবাগে বার কাউন্সিলের অস্থায়ী কার্যালয়ের সামনের প্রধান সড়কে শিক্ষানবিশরা অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় তাদের কয়েকজন প্রতিনিধি বার কাউন্সিলের সচিবের সঙ্গে দাবির বিষয়ে আলোচনা করেন। কিন্তু আলোচনায় কোনো সমঝোতা না হওয়ায় আন্দোলনকারীরা সচিবের কক্ষে তালা ঝুলিয়ে দেন। এর আগে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে বেশ কিছুক্ষণ অবস্থান শেষে মিছিল নিয়ে পরীবাগে যান। এ সময় বক্তব্য দেন সংগ্রাম পরিষদের আহ্বায়ক ফজলে রাব্বি স্মরণ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর