মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০ ০০:০০ টা

ঝুঁকি নিয়ে চালু শিমুলিয়ার রো রো ফেরিঘাট

ঢাকামুখী যাত্রীদের ঢল

মুন্সীগঞ্জ প্রতিনিধি

পদ্মার প্রচন্ড স্রোত ঘূর্ণাবর্তের কবলে পড়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌ-রুটের শিমুলিয়া ৩নং রো রো ফেরিঘাটটি নদীতে বিলীন হয়। এ ঘাটটি বিলীন হওয়ার ৯ দিনের মাথায় ৬ জুলাই ৪নং ফেরিঘাটটিও রাক্ষুসে পদ্মার ভাঙ্গনের কবলে পড়ে। এর ফলে এ নৌ-রুটে কয়েক দফায়  ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। অবশেষে বিআইডবিøউটিএ কর্তৃপক্ষ দীর্ঘ ১৩ দিনের মাথায়  রো রো ফেরিঘাটটি পুনরায় স্থাপন করায় গতকাল সকাল ১০টা থেকেই প্রধান এ ঘাটটি দিয়ে ফের ফেরি চলাচল শুরু হয়েছে। ফলে এ নৌ-রুট ব্যবহারকারী যাত্রী ও যানবাহন চালক এবং শ্রমিকদের দুর্ভোগ কমলেও ফেরির সংখ্যা বাড়ানো হয়নি। এদিকে  ফেরিতে, লঞ্চে ও সি-বোটে করে ঈদ ফেরত কর্মস্থলমুখী হাজারো যাত্রী এখনো আসছে শিমুলিয়া ঘাটে। ঘাটে এসে এসব যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা বাসের অপেক্ষায় থেকে গাদাগাদি ও ঠাসাঠাসি করেই বাসে করে ঢাকার পথে রওনা হচ্ছে। এতে করোনা কালীন সময়ে যেমন রয়েছে স্বাস্থ্য ঝুঁকি। ঠিক তেমনি উপেক্ষা করা হচ্ছে স্বাস্থ্যবিধিও। এসব ব্যাপারে ট্রাফিক পুলিশকে তেমন কোনো পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায়নি। এদিকে শিমুলিয়া ঘাটে তেমন কোনো যানবাহন না থাকলেও কাঁঠালবাড়ী ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে যাত্রীবাহীবাস, প্রাইভেটকার, মাইক্রোবাস, পণ্যবাহী ট্রাক ও কভার্টভ্যানসহ অসংখ্য যানবাহন।

 বিআইডবিøউটিসির ম্যানেজার সাফায়েত আহম্মেদ জানান নদীতে স্রোত মাত্রা কমে যাওয়ায় ও ৩ নং রো রো ঘাটটি পুনরায় চালু হওয়ায় ফেরি পারাপারে আগের তুলনায় কম সময় লাগছে। বহরের নিয়মিত ১৬টি ফেরির মধ্যে ৩টি রো রো, ৩টি কে-টাইপ ও ২টি ছোটসহ মোট ৮টি ফেরি চলাচল করছে এ নৌ-রুটে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর