মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০ ০০:০০ টা

সূচক কমলেও লেনদেন হাজার কোটির ওপরে

নিজস্ব প্রতিবেদক

সূচক কমলেও লেনদেন হাজার কোটির ওপরে

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় দিনেও হাজার কোটি টাকা ছাড়িয়েছে লেনদেন। তবে ডিএসইর সূচক আগের দিনের চেয়ে কিছুটা কমেছে। গতকাল ডিএসইতে লেনদেন হওয়ার বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমেছে। তবে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে।

জানা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১২.০৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৩৩.০৫ পয়েন্টে। লেনদেন হয়েছে ১ হাজার ৪৮ কোটি ৮ লাখ টাকার শেয়ার। যা আগের দিনের চেয়ে ৮০ কোটি ৫৬ লাখ টাকা কম। ডিএসইতে ৩৫৪টি প্রতিষ্ঠানের শেয়ারের লেনদেন হয়েছে।

এর মধ্যে ১১১টির দর বেড়েছে। কমেছে ২১৭টি ও অপরিবর্তিত রয়েছে ২৬টির শেয়ার দর। অপর শেয়ারবাজার সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭.০৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৮৮৯.৪৪ পয়েন্টে। সিএসইতে লেনদেন হওয়া ২৮৩টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১১৩টির, কমেছে ১৪৪টি এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির শেয়ার দর। লেনদেন হয়েছে ৫৯ কোটি ৮৪ লাখ টাকার।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর