শিরোনাম
মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০ ০০:০০ টা

তিন ডেভেলপার কোম্পানিকে বহিষ্কার করল রিহ্যাব

প্রথম সহসভাপতির পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক

আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-রিহ্যাবের গঠনতন্ত্রবিরোধী কার্যকলাপে যুক্ত থাকায় তিন ডেভেলপার কোম্পানিকে গতকাল পরিচালনা পর্ষদের ১৪তম সভায় বহিষ্কার করেছে সংগঠনটি। একই সভা থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন রিহ্যাব পরিচালনা পর্ষদের প্রথম সহসভাপতি লিয়াকত আলী ভূইয়া। তিনি ব্রিক ওয়ার্কস ডেভেলপমেন্ট কোম্পানির প্রতিনিধি ছিলেন। গতকাল গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়েছে রিহ্যাব।

ওই বিজ্ঞপ্তিতে উল্লিখিত বহিষ্কৃত কোম্পানিগুলো হলো- এমবিকে বিল্ডার্স লিমিটেড, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. সাইদুল ইসলাম বাদল; এসএসআরএম ডেভেলপার্স লিমিটেড, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক কমান্ডার (অব.) মো. মোস্তফা শহীদ ও দিপ্তি আবাসন লিমিটেড, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ শামীম।

রিহ্যাব জানিয়েছে- বহিষ্কৃত ডেভেলপার কোম্পানিগুলো রিহ্যাব সদস্য পদ সংবলিত সিল, বিলবোর্ড ও বিজ্ঞাপন প্রচার-প্রদর্শনসহ ‘রিহ্যাব সদস্য’ পরিচয়ে কোথাও কোনো সুযোগ-সুবিধা গ্রহণ কিংবা রিয়েল এস্টেট ব্যবসা পরিচালনা করতে পারবে না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর