মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০ ০০:০০ টা

পাচারকালে কোটি টাকার দুধ আটক

নিজস্ব প্রতিবেদক

চোরাইপথে পাচারকালে প্রায় কোটি টাকা মূল্যের ননিবিহীন বা ফ্যাটলেস গুঁড়া দুধ আটক করেছে কুমিল্লা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। মিথ্যা ঘোষণায় আমদানি হওয়া ওই গুঁড়া দুধ ভেজাল সন্দেহে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন-বিএসটিআই’তে পরীক্ষা-নিরীক্ষা করা হবে বলে জানিয়েছে কুমিল্লা ভ্যাট। জানা গেছে, চট্টগ্রামের একটি অসাধু ব্যবসায়িক চক্র গুঁড়া দুধ পাচারে জড়িত। এখন ওই দুধ ভেজাল কিনা, সেটা জানতে বিএসটিআই’তে পরীক্ষা-নিরীক্ষা করতে পাঠানো হচ্ছে। এ সংক্রান্ত আরও তথ্য সংগ্রহ করে দোষীদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। এর আগে গণমাধ্যমকে দেওয়া বিজ্ঞপ্তিতে গতকাল কুমিল্লা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট বলেছে- কুমিল্লার পদুয়ার বাজার এলাকা থেকে সাড়ে ১২ টন ননিবিহীন গুঁড়া দুধ আটক করেছে কুমিল্লা কাস্টমস টিম, যার বাজারমূল্য প্রায় ৯৪ লাখ টাকা। গত ৮ আগস্ট রাতে এগুলো আটক করা হয়।

গত সপ্তাহে সংবাদ আসে চট্টগ্রামের কিছু অসাধু ব্যবসায়ী মিথ্যা ঘোষণার মাধ্যমে ননিবিহীন গুঁড়া দুধ আমদানি করে ছোট ছোট লট আকারে ঢাকার বিভিন্ন পাইকারি মার্কেটে বিক্রি করে। গত শনিবার সরকারি ছুটির দিনের সুযোগ নেওয়ার জন্য কাভার্ডভ্যানে মালামাল ভরে ঢাকার উদ্দেশে রওনা হয়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ৯টা ৪৫ মিনিটের দিকে একটি কাভার্ডভ্যানে ধরা পড়ে। এর চালকের আচরণ ও কথাবার্তায় অসংলগ্নতা ও অস্থিরতা দেখা যায়। গাড়িচালক কিছু কাগজপত্র বের করেন। এতে দেখা যায়, ট্রাক চালানে ৫৩৪ ব্যাগ লেখা রয়েছে এবং একটি পূর্বের তারিখযুক্ত ছেঁড়া মূসক ৬.৩ রয়েছে। যার মধ্যে ২৫ কেজি করে ৫০০ বস্তায় মোট ১২ হাজার ৫০০ কেজি ননিবিহীন গুঁড়া দুধ রয়েছে। যার আনুমানিক বাজারমূল্য ৭৫০ টাকা কেজি দরে ৯৩ লাখ ৭৫ হাজার টাকা। ট্রাক চালানে পণ্যের নাম না থাকায় এবং মূসক ৬.৩ চালানটি সন্দেহ হওয়ায় পণ্যসহ কাভার্ডভ্যানটি আটক করে বিভাগীয় শুল্ক গুদামে জমা করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর