মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০ ০০:০০ টা

চসিকে অভিজ্ঞতা ছাড়াই স্বাস্থ্য তত্ত্বাবধায়ক নিয়োগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) স্বাস্থ্য তত্ত্বাবধায়ক পদে পূর্ব অভিজ্ঞতা ছাড়াই পরিবার পরিকল্পনা কল্যাণকর্মী আবুল মনছুরকে নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে। পক্ষান্তরে স্বাস্থ্যবিভাগের অধীনের গুরুত্বপূর্ণ এ পদে নিয়োগে নেওয়া হয়নি প্রধান স্বাস্থ্য কর্মকর্তার মতামত। ফলে এ নিয়ে চসিকে চলছে নানা গুঞ্জন ও সমালোচনা। সমালোচনা এড়াতে অফিস আদেশে সরাসরি স্বাস্থ্য তত্ত্বাবধায়ক পদ না লিখে অতিরিক্ত দায়িত্ব হিসেবে নিয়োগ দেওয়ার কথা উল্লেখ করা হয়।  জানা যায়, ২০১৯ সালের ১১ জুলাই প্রকাশিত বাংলাদেশ গেজেট মতে স্বাস্থ্য তত্ত্বাবধায়ক পদে নিয়োগ দেওয়ার নিয়ম হলো- পদোন্নতির মাধ্যম, স্বাস্থ্য  পরিদর্শক পদে পাঁচ বছর চাকরি, স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং ফুড অ্যান্ড স্যানিটেশনের ওপর প্রশিক্ষণ থাকা।

তবে অভিযোগ উঠেছে, আবুল মনছুরকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে এসব যোগ্যতা বিবেচনায় নেওয়া হয়নি।

গত ৫ আগস্ট চসিক সচিবালয় থেকে জারি করা অফিস আদেশে বলা হয়, ‘আবুল মনছুরকে কর্তৃপক্ষের অনুমোদনক্রমে একই বিভাগে স্বাস্থ্য তত্ত্বাবধায়ক পদে নিজ দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।’ অফিস আদেশে স্বাক্ষর করেন চসিক সচিব। প্রায় ৩১ বছর আগে চসিকের পরিবার পরিকল্পনা কল্যাণকর্মী পদে যোগদান করেছিলেন আবুল মনছুর। ২০১০ সালের দিকে লাইসেন্স ও সাইনবোর্ড পরিদর্শক পদেও দায়িত্ব পালন করেন তিনি।  

আবুল মনছুর বলেন, ‘এ পদ নিয়ে আমার কোনো আগ্রহ নেই। কর্তৃপক্ষ আমাকে নিয়োগ দিয়েছে। তবে স্বাস্থ্য বিভাগে দীর্ঘদিন কাজ করার সুবাদে অভিজ্ঞতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ চাইলে আমি বর্তমান পদেই কাজ করব।’

চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী বলেন, ‘স্বাস্থ্য বিভাগের গুরুত্বপূর্ণ পদ স্বাস্থ্য তত্ত্বাবধায়ক। এ পদে একজনকে অতিরিক্ত দায়িত্ব পালনে নিয়োগ দেওয়া হয়েছে, অথচ এটা আমি জানি না। বিষয়টা প্রকৌশলী দিয়ে চিকিৎসক বাছাই করার মতো হয়েছে।’ 

চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা বলেন, ‘আবুল মনছুরকে স্বাস্থ্য তত্ত্বাবধায়ক পদে সরাসরি নিয়োগ দেওয়া হয়নি, অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। তাই আশা করি দাফতরিক কাজে সমস্যা হবে না।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর