মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০ ০০:০০ টা

দুই বছর পর চালু হলো বঙ্গবন্ধু হাসপাতালের সেবা

নিজস্ব প্রতিবেদক, রংপুর

প্রায় দুই বছর বন্ধ থাকার পর রংপুর নগরীর মাহিগঞ্জে বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালের সেবা কার্যক্রম স্বল্প পরিসরে চালু হয়েছে। এটি চালুর ফলে স্বাস্থ্যসেবার সুফল পাবে কয়েক লাখ মানুষ। নগরীর মাহিগঞ্জ এলাকা ছাড়াও মীরবাগ, নব্দীগঞ্জ, অন্নদানগর, পাওটানা, সৈয়দপুর, বড়দরগা, দামুরচাকলা ও দেউতি এলাকার একটি বিশাল জনগোষ্ঠীর সেবার ভরসাস্থল হাসপাতালটি। ৩০ শয্যাবিশিষ্ট হাসপাতালে গাইনি, মেডিসিন, বিভিন্ন কাটা স্থানের সেলাই, ড্রেসিং ছাড়াও একটি অপারেশন ক্যাবিন রয়েছে। হাসপাতালটি বন্ধ থাকায় আগামী ১৫ আগস্টের মধ্যে এটি চালুর আলটিমেটাম দিয়েছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি ম ল। আগস্ট মাসেই এটি চালু হওয়ায় খুশি সেবা গ্রহীতারা।

গতকাল দুপুরে হাসপাতালের সেবা কার্যক্রম পুনরায় চালুর বিষয়ে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান। এ সময় রসিক প্যানেল মেয়র মাহমুদুর রহমান টিটু, প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মিয়া, সিভিল সার্জন ডা. হিরম্ভ কুমার, মহানগর আওয়ামী লীগ সভাপতি সাফিয়ার রহমান সফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি ম ল, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামান তাজ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর