বুধবার, ১২ আগস্ট, ২০২০ ০০:০০ টা

বাড়ছে সুস্থতা কমছে মৃত্যু

সিলেট

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

আগের মতো ভয় নেই করোনার। স্বাস্থ্যবিধিরও বালাই নেই কোথাও। মাস্ক ছাড়াই রাস্তাঘাট আর বিপণিবিতানে ঘুরে বেড়াচ্ছে মানুষ। সামাজিক দূরত্বেরও ধার ধারছে না কেউ। এই অবস্থায়ও সিলেট বিভাগে কমেছে করোনায় মৃত্যুর হার। একই সঙ্গে বেড়েছে সুস্থতার হারও। সংশ্লিষ্টরা বলছেন, করোনা চিকিৎসা ব্যবস্থায় পরিবর্তন ও রোগীদের মধ্যে সচেতনতা বাড়ায় এই উন্নতি হয়েছে। এক মাস আগেও সিলেট বিভাগে করোনায় মৃত্যুর হার ছিল সারা দেশের গড় হারের প্রায় দ্বিগুণ। আর সুস্থতার হার ছিল অর্ধেক। কিন্তু গত এক মাসে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা অনেকটা কমে গেছে। বেড়েছে সুস্থতার হারও। এক মাস আগেও আক্রান্ত বিবেচনায় সিলেট বিভাগে করোনায় মৃত্যুর হার ছিল ২.৫৬ শতাংশ। যা সারা দেশের তুলনায় দ্বিগুণ ছিল। কিন্তু গতকাল সেই মৃত্যু হার কমে দাঁড়িয়েছে ১.৭৩ শতাংশে। যা সারা দেশের গড় হারের চেয়ে ০.৪৫ শতাংশ বেশি। আগে যেখানে প্রতিদিন একাধিক করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হতো সেখানে চলতি মাসের ১১ দিনে মারা গেছেন মাত্র ৭ জন। জুলাই মাসে সিলেট বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা ছিল ১৪৬ জন। আর গতকাল পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫৩ জনে। একই সঙ্গে সিলেট বিভাগে ধীরে ধীরে কমছে আক্রান্তের হারও।  স্বাস্থ্য অধিদফতর সূত্র জানায়, আগে যেখানে নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ছিল ৩০ শতাংশের বেশি, সেখানে বর্তমানে পরীক্ষা করা নমুনার ২০-২২ ভাগ পজিটিভ শনাক্ত হচ্ছেন। মৃত্যু ও আক্রান্তের হার কমার পাশাপাশি সিলেট বিভাগে বেড়েছে সুস্থতার হারও।

 এক মাস আগে যেখানে সুস্থতার হার ছিল ৩৯.৩৭ শতাংশ, সেখানে গতকাল পর্যন্ত সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৪৮ শতাংশ। গতকাল পর্যন্ত সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৮ হাজার ৮১১ জন। এর মধ্যে অর্ধেকের বেশি শুধু সিলেট জেলায়। সিলেটে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪ হাজার ৭৪৯ জন। এরপরই ১ হাজার ৬৪৬ জন আক্রান্ত নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে সুনামগঞ্জ। আর হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় আক্রান্তের সংখ্যা যথাক্রমে ১ হাজার ২৯৬ জন ও ১ হাজার ১২০ জন।  সুস্থতার দিক দিয়ে বিভাগের মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে সুনামগঞ্জ। ইতিমধ্যে জেলাটির ১ হাজার ৬৪৬ জন আক্রান্তের মধ্যে ১ হাজার ২৭১ জন সুস্থ হয়ে উঠেছেন। আক্রান্ত বিবেচনায় সুস্থতার দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে হবিগঞ্জ জেলা। ইতিমধ্যে জেলাটির ৬৫ ভাগ রোগী সুস্থ হয়ে উঠেছেন। মৌলভীবাজার জেলায় সুস্থতার হার ৬২ শতাংশ। আর সুস্থতার দিকে দিয়ে বিভাগের মধ্যে সবচেয়ে নিচে থাকা সিলেট জেলায় সুস্থতার হার ৩০ শতাংশ। মৃত্যুর হার কমা ও সুস্থতার হার বৃদ্ধি প্রসঙ্গে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান জানান, সিলেটের কোথাও মানুষ স্বাস্থ্যবিধি মানছে না। এজন্য সংক্রমণ ঠেকানো যাচ্ছে না। তবে রোগীদের মধ্যে সচেতনতা বাড়ায় হাসপাতালে ভর্তির প্রবণতা কমেছে। আক্রান্তরা বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর