শিরোনাম
বুধবার, ১২ আগস্ট, ২০২০ ০০:০০ টা

বাড়ছে যাত্রীবাহী ট্রেন কাউন্টারে নেই টিকিট

যাতায়াতের সুবিধা পাচ্ছে না নিম্ন শ্রেণির মানুষ

সাইদুল ইসলাম, চট্টগ্রাম

সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে দফায় দফায় যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু করলেও এখন পর্যন্ত পুরো টিকিটই অনলাইনে দেওয়া হচ্ছে। টানা ৬৭ দিন বন্ধ থাকার পর ধীরে ধীরেই বাড়ছে সব শ্রেণি-পেশার মানুষের একমাত্র প্রিয় পরিবহন ট্রেন ভ্রমণ। নিম্ন শ্রেণি-পেশারসহ শত শত ট্রেন যাত্রী এখনো অনলাইন টিকিট বুঝে উঠতে পারছেন না। তবে করোনাকালীন সীমিত পরিসরে হলেও স্বাস্থ্যবিধি মেনেই (ন্যূনতম ১০-১৫ শতাংশ) কাউন্টারে টিকিট দেওয়ার অনুরোধ জানান শত শত সাধারণ যাত্রী। আগামী ১৬ আগস্ট থেকে আবারও তৃতীয় দফায় যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু করছে রেলওয়ে প্রশাসন। রেলওয়ের ঊর্ধ্বতন সাবেক ও বর্তমান বেশ কয়েকজন কর্মকর্তা বলেন, সাধারণ ও নিম্ন-মধ্যবিত্ত যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে কিছু টিকিট কাউন্টারে টিকিট দেওয়া দরকার। সব খানে যেভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে কাজ করা হচ্ছে, সেখানে কাউন্টারে একইভাবে সামাজিক দূরত্ব শতভাগ নিশ্চিত করবে দায়িত্বশীলরা। পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেন্ডেন্ট (সিওপিএস) মো. শাহনেওয়াজ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সীমিত পরিসরে চালু হলেও বর্তমানে স্বাস্থ্যবিধি মেনেই বাকি ট্রেনগুলো চালুর সিদ্ধান্ত হয়েছে। ১৬ আগস্টের পর ৫০ শতাংশ যাত্রী পরিবহনের শর্তে সরকারি স্বাস্থ্যবিধি মেনে সবগুলো ট্রেন পর্যায়ক্রমে চালু করা হবে। তবে কাউন্টারে টিকিট দেওয়া হবে কিনা জানতে চাইলে সে বিষয়ে সরকারই বলতে পারবে বলে জানান তিনি।

রেলওয়ে সূত্রে জানা গেছে, পূর্ব ও পশ্চিমাঞ্চলে দুই দফায় ১৯ জোড়া ট্রেন চালু করা হয়। করোনাকালীন এবার তৃতীয় দফায় ১৬ আগস্ট থেকে আরও ১৩ জোড়া যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু করছে। পর্যায়ক্রমে বন্ধ থাকা ট্রেনগুলো চলাচল শুরু করবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর