বুধবার, ১২ আগস্ট, ২০২০ ০০:০০ টা

খুলনায় রাষ্ট্রায়ত্ত পাটকল রক্ষায় ৯ দফা সুপারিশ

মতবিনিময় সভায় কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, খুলনা

রাষ্ট্রায়ত্ত পাটকলে দক্ষ ব্যবস্থাপনা কাঠামো তৈরি, লোকসানের মূল কারণ চিহ্নিত, মাথাভারী প্রশাসন কমানো ও মিলগুলোকে আধুনিকায়নসহ বিরাষ্ট্রীয়করণের সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ। গতকাল খুলনা প্রেস ক্লাবে বিভিন্ন নাগরিক সংগঠনের মতবিনিময় সভায় এ আহ্বান জানানো হয়। একই সঙ্গে ১৬ আগস্ট খুলনা আটরা শিল্পাঞ্চলে শ্রমিকদের পদযাত্রা ও ১৭ আগস্ট খালিশপুর এলাকায় পদযাত্রা কর্মসূচি ঘোষণা করা হয়। এর আগে স্মারকলিপি প্রদান, মানববন্ধন কর্মসূচি পালন করে রাষ্ট্রায়ত্ত পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ। সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট কুদরত-ই খুদা বলেন, অতীতে যেসব কলকারখানা বিরাষ্ট্রীয়করণ করা হয়েছে, তার একটিও চলেনি।  বরং স্বার্থান্বেষী মহল ওইসব কলকারখানা দেখিয়ে হাজার কোটি টাকা লোন নিয়ে ব্যাংকগুলোকে দেউলিয়া করেছে।

রাষ্ট্রায়ত্ত পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নাগরিক নেতা অ্যাডভোকেট আ ফ ম মহসিন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর