বুধবার, ১২ আগস্ট, ২০২০ ০০:০০ টা

কুমিল্লায় ঘুষ দিতে গিয়ে যুবলীগ ও আইনজীবী নেতা গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় মাদকের চার আসামিকে ঘুষের বিনিময়ে ছাড়িয়ে নিতে এসে এক যুবলীগ নেতা, জেলা আইনজীবী সমিতির সহসভাপতিসহ ছয়জন গ্রেফতার হয়েছেন। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মাদক আইনে ও দুর্নীতি দমন কমিশনে পৃথক দুটি মামলা হয়েছে। গতকাল নগরীর শাকতলায় র‌্যাব কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান র‌্যাব-১১-এর কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুস সাকিব। প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, র‌্যাব-১১-এর একটি দল সোমবার রাতে নগরীর ডিগাম্বরীতলায় এলআর এপেক্স টাওয়ার নামক একটি নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে ৩০৫ পিস ইয়াবা, ১২ ক্যান বিয়ার, মাদক বিক্রির নগদ ৩৭ হাজার টাকাসহ চারজনকে গ্রেফতার করে। র‌্যাব অধিনায়ক জানান, গ্রেফতার চার আসামিকে ছাড়িয়ে নিতে সোমবার রাতেই মহানগরী  যুবলীগ নেতা পরিচয়ে বোরহান মাহমুদ কামরুল নামে একজনসহ ছয়জন র‌্যাব কার্যালয়ে আসেন। কামরুল মহানগরী যুবলীগের সদস্য। তারা র‌্যাবকে ২ লাখ টাকার বিনিময়ে মাদকসহ গ্রেফতার ওই চার আসামিকে ছেড়ে দিতে বলেন। এ সময় তাদেরও গ্রেফতার করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর