বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০ ০০:০০ টা

প্লাজমা সেন্টার খুলছে গণস্বাস্থ্য কেন্দ্র

দেওয়া হবে করোনায় সংকটাপন্নদের

নিজস্ব প্রতিবেদক

করোনায় সংকটে থাকা রোগীদের জন্য প্লাজমা সেন্টার খুলছে গণস্বাস্থ্য কেন্দ্র। আগামী শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকীর দিনে তার স্মৃতিকে স্মরণ করে ধানমন্ডিতে গণস্বাস্থ্য নগর হাসপাতালে এ প্লাজমা সেন্টার খোলা হচ্ছে। গণস্বাস্থ্য কেন্দ্র জানায়, সকাল ১১টায় প্যাথলজি বিভাগে গণস্বাস্থ্য প্লাজমা সেন্টার উদ্বোধন করবেন দেশের প্লাজমার প্রবক্তা ঢাকা মেডিকেল কলেজের হেমাটো-অনকোলজিস্ট অধ্যাপক ডা. এম এ খান। করোনা বিজয়ীদের (কভিড-১৯) কাছ থেকে প্লাজমা ও অন্যান্য উপাদানের জন্য রক্ত দান কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। আগ্রহী রক্তদাতাদের নিবন্ধনের জন্য সংশ্লিষ্ট শাখায় যোগাযোগ করতে বলা হয়েছে। ওই দিন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ হাসপাতালের চিকিৎসকরা এ সময় উপস্থিত থাকবেন।  গণস্বাস্থ্য কেন্দ্র নগর হাসপাতালের প্যাথলজি বিভাগের প্রধান ডা. গোলাম মো. কোরেইশী গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘করোনা বিজয়ী রোগীদের থেকে প্লাজমা সংগ্রহ করে করোনায় আক্রান্ত সংকটে থাকা রোগীদের সেবায় প্লাজমা নেওয়া হবে। এটা ওইসব ঝুঁকিপূর্ণ রোগীদের জন্য খুবই কার্যকর। এ জন্য করোনা বিজয়ী রোগীদের এগিয়ে আসা উচিত। তাদের দেওয়া অ্যান্টিবডি মুমূর্ষু রোগীদের ক্ষেত্রে খুবই কাজে লাগে। আমি করোনা বিজয়ী রোগীদের অনুরোধ করব, আপনারা মুমূর্ষু রোগীদের সেবায় এগিয়ে আসুন।’ গণস্বাস্থ্য কেন্দ্রের মিডিয়া উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু বলেন, শুরুতে প্রতিদিন ২৫ জনকে প্লাজমা  দেওয়া হবে। এক্ষেত্রে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মূল্য অনুযায়ী প্লাজমা সরবরাহ করা হবে। সেপ্টেম্বর মাস থেকে প্রতিদিন ৫০ জনকে প্লাজমা দেওয়া হবে। এ ছাড়া অতিরিক্ত ৫০ জনকে প্যাকড সেল, প্লাটিলেট, বিভিন্ন ব্লাড ফ্যাক্টরস এবং থ্যালাসেমিয়া ও হিমোগ্লোবিনোপ্যাথির জন্য প্রয়োজনীয় রক্ত সঞ্চালনের ব্যবস্থা করা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর