বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০ ০০:০০ টা

সংসদের অধিবেশন কক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতি প্রদর্শন চেয়ে রিট

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদের অধিবেশন কক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শনের নির্দেশনা চেয়ে হাই কোর্টে রিট হয়েছে। গতকাল সুপ্রিম কোর্টের আইনজীবী সুবীর নন্দী দাস হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে এ রিট দায়ের করেন। রিটটি আগামী রবিবার বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের হাই কোর্ট বেঞ্চে শুনানি হতে পারে বলে তিনি জানিয়েছেন। রিটে সংসদবিষয়ক সচিবালয়ের সচিব ও আইন মন্ত্রণালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে। পরে আইনজীবী সুবীর নন্দী দাস বলেন, যেহেতু মহান জাতীয় সংসদ স্পিকারের কার্যালয় এবং একটি সরকারি অফিস তাই জাতীয় সংসদের অধিবেশন হলে জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণ করা সাংবিধানিক দায়িত্ব। বিশ্বের বিভিন্ন দেশে তাদের নিজ নিজ জাতির পিতা কিংবা জাতীয় বীরদের ভাস্কর্য আইনসভায় রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর