শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০ ০০:০০ টা
সংশয়ে স্বাস্থ্য বিভাগ

চট্টগ্রামে ফের করোনা সংক্রমণ বৃদ্ধির শঙ্কা

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

চট্টগ্রামে ফের করোনা সংক্রমণ বৃদ্ধির শঙ্কা

চট্টগ্রামে ফের করোনাভাইরাস সংক্রমণের শঙ্কা দেখা দিয়েছে। গত কোরবানির ঈদের কয়েক দিন আগে আক্রান্তের সংখ্যা কমছিল। কিন্তু ঈদুল আজহার পর থেকে ফের সংক্রমণের সংখ্যা বাড়ছে। এ নিয়ে সংশয়ে আছে স্বাস্থ্য বিভাগ। এখন পর্যন্ত চট্টগ্রামে করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৪ হাজার ৬৬৮টি। এর মধ্যে শনাক্ত হয় ১৫ হাজার ৫৫৭ জন। পরীক্ষা বিবেচনায় শনাক্ত হার ২৩ দশমিক ৭১ শতাংশ। চট্টগ্রামে ইতিমধ্যে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৪৭ জন। এর মধ্যে মহানগরে ১৭১ জন ও উপজেলায় ৭৬ জন। ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিন হাজার ৩৮১ জন। তবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, কোরবানির আগে-পরে অন্তত ১০ দিন স্বাস্থ্যবিধি মানা হয়নি। ফলে কোরবানির পর আবারও সংক্রমণের সংখ্যা বাড়ছে। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত এক সপ্তাহ ধরে সংক্রমণ সংখ্যা বাড়ছে। গত ১১ জুলাই আক্রান্ত হন ১৪১ জন, ১০ জুলাই ১১৮ জন, ৯ জুলাই ১৬০ জন, ৮ জুলাই ৭৩ জন, ৭ জুলাই ১১৭ জন, ৬ জুলাই ১২৮ জন, ৫ জুলাই ১২১ জন এবং ৪ জুলাই ১১৯ জন।  তবে কোরবানির আগে আক্রান্তের সংখ্যা তুলনামূলক কম ছিল। তখন প্রতিদিন গড়ে ১০০ থেকে ১১০ জন পর্যন্ত আক্রান্ত হয়েছিল।  সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, ‘ঈদ কোরবানির সময় সাধারণ মানুষ যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে চলেনি। ফলে এখন সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে। এখন আবার নতুন করে আক্রান্তের সংখ্যা বাড়তেও পারে। তাই সবার সর্বোচ্চ স্বাস্থ্য সচেতন হওয়া জরুরি।’ 

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ আলী বলেন, ‘ঈদ কোরবানির আগে-পরে সিংহভাগ মানুষই স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করেনি। যখনই মানুষ স্বাস্থ্যবিধি মেনে চলবে না, তখনই সংক্রমণের শঙ্কা থাকে। ফলে এখন নতুন করে সংক্রমণের শঙ্কা বাড়ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর