শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০ ০০:০০ টা

ডিএসইতে লেনদেন ছাড়াল ১২০০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

ডিএসইতে লেনদেন ছাড়াল ১২০০ কোটি টাকা

সপ্তাহের শেষ দিনেও বড় ধরনের উত্থান হয়েছে শেয়ারবাজারে। গতকাল দেশের দুই শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৬৯ পয়েন্ট। অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ১৯৬ পয়েন্ট। আর লেনদেন ১২০০ কোটি টাকা ছাড়িয়েছে।

জানা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬৯.৯৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪৭০৩.৩২ পয়েন্টে। ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১ হাজার ২০৭ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট; যা আগের দিন থেকে ৮৭ কোটি ৩৯ লাখ টাকা বেশি। ডিএসইতে ৩৫৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২০৪টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ১৩০টির এবং ২১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৯৫.৯২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩৩৬১.১০ পয়েন্টে। সিএসইতে হাতবদল হওয়া ২৯২টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৬৬টির, কমেছে ৯৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির।  সিএসইতে ৩৫ কোটি ৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর