শিরোনাম
শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০ ০০:০০ টা

স্বাস্থ্যবিধি মেনে কওমি মাদ্রাসাগুলো খুলে দেওয়ার দাবি

নিজস্ব প্রতিবেদক

করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন ধরে দেশের কওমি মাদ্রাসাগুলো বন্ধ রয়েছে। এতে কোরআন-হাদিসের চর্চা ও এলমে ওহির জ্ঞান আহরণ ব্যাঘাত ঘটছে। ছাত্র-শিক্ষকরা চরম অনিশ্চয়তার মধ্য দিয়ে দিনাতিপাত করছে। এ অবস্থায় স্বাস্থ্যবিধি মেনে কওমি মাদ্রাসাগুলো খুলে দেওয়া সময়ের দাবি। গতকাল রাজধানীর জামিয়া বাবুস সালামে বেফাক অনুমোদিত সহযোগী সংগঠন উত্তরা আঞ্চলিক শিক্ষা বোর্ডের এক জরুরি বৈঠকে বক্তারা এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি আল্লামা মুফতি কিফায়াতুল্লাহ আযহারী (দা.বা.)। সভায় কওমি মাদ্রাসাগুলো খুলে দেওয়ার ব্যাপারে প্রধানমন্ত্রীর প্রতি দাবি জানানোর পাশাপাশি প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ ও সংবাদ সম্মেলন করার কর্মসূচি নেওয়া হয়। বৈঠকে বোর্ডের মহাসচিব মাওলানা আনিছুর রহমান উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর