শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০ ০০:০০ টা

মাদকমুক্ত করার পর গুড়িপাড়ার নাম পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী মহানগরীর ভিতর সবচেয়ে বেশি মাদকপ্রবণ মহল্লার নাম গুড়িপাড়া। শহরের পশ্চিমপ্রান্তের এ মহল্লায় হাত বাড়ালেই মেলে সব ধরনের মাদক। তবে এ মহল্লাকে মাদকমুক্ত করার ঘোষণা দিয়েছেন রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কাশিয়াডাঙ্গা জোনের উপকমিশনার আরেফিন জুয়েল। তিনি বলেছেন, গুড়িপাড়া মাদকমুক্ত হবে। এর নামও পরিবর্তন হবে। গুড়িপাড়া নামে কোনো মহল্লা থাকবে না। এ মহল্লায় যারা বাস করবে তারা কেউ মাদকের সঙ্গে সম্পৃক্ত থাকবে না। গতকাল সকালে এক নম্বর ওয়ার্ডে বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন উপলক্ষে গোলজারবাগ ঈদগাহ মাঠে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন। পুলিশের এ কর্মকর্তা বলেন, আমি এলাকায় নতুন। আসার পর শুনছি এখানে শুধু মাদক। তবে সব পরিবার নয়। ৪০০ পরিবার থাকলে ৪০টি পরিবার মাদকের সঙ্গে সম্পৃক্ত। এর ফলে এলাকার বদনাম হয়ে গেছে। তিনি বলেন, মহল্লার মানুষ এখন গুড়িপাড়া নাম পরিবর্তন করতে চাইছেন। কিন্তু শুধু মহল্লার নাম পরিবর্তন করলে হবে না, নিজেদের পরিবর্তন করতে হবে। নিজেদের সমাজটাকে পরিবর্তন করতে হবে। পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহায়তা করতে হবে। সবার সহযোগিতায় আমরা এলাকাটিকে মাদকমুক্ত করতে চাই। সেটি সম্ভব হলেই গুড়িপাড়ার নাম পরিবর্তন করা হবে।

সমাবেশে বক্তব্য দেন কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ, কেশবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর