শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০ ০০:০০ টা

যেখানে সেখানে শিল্প-কারখানা করা যাবে না : অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

যেখানে সেখানে শিল্প-কারখানা করা যাবে না : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, যেখানে সেখানে শিল্প-কারখানা গড়ে তোলা যাবে না। দেশে পরিকল্পিত শিল্পায়ন করতে হবে। গতকাল বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজিত এক ভার্চুয়াল আলোচনায় তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, সবার প্রচেষ্টায় আমাদের ইজ অব ডুয়িং বিজনেস সূচকের মান ১৭৬ থেকে ১৬৮ এ উন্নীত হয়েছে। আগামী ২০২১ সালের মধ্যে ব্যবসা সহজীকরণ বা ‘ইজ অব ডুয়িং বিজনেস’ সূচক ডাবল ডিজিটে উন্নীত করার জন্য বিডা সব অংশীজনের সঙ্গে সমন্বয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী সিদ্ধান্ত বাস্তবায়ন করে আমাদের এগিয়ে যেতে হবে।

ইজ অব ডুয়িং বিজনেস সূচকের মান উন্নত করতে পারলে আমাদের সময় বাঁচবে। আর সময় বাঁচলে আমাদের অহেতুক যে অনেক খরচ বেড়ে যায় সেটিও বাঁচবে। সময় ও খরচ দুটিই বাঁচার মাধ্যমে ব্যবসার পরিবেশও অনেক উন্নত হবে।

সভায় আরও অংশ নেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, বিডার নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর