মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০ ০০:০০ টা

রাজধানীতে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৯

নেপথ্যে চার কাঠার প্লট ও আধিপত্য বিস্তার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কামরাঙ্গীরচরে আধিপত্য বিস্তার ও জমি নিয়ে বিরোধের জের ধরে স্থানীয় ওয়ার্ড কমিশনার ও আওয়ামী লীগ নেতাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত নয়জন আহত হয়েছেন। তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। জানা গেছে, গতকাল দুপুরে কামরাঙ্গীরচরের রসুলপুর ট্যানারি পুকুরপাড় এলাকায় চার কাঠার প্লট ও আধিপত্য বিস্তার নিয়ে এ সংঘর্ষের ঘটনা। আহতরা হলেন আওয়ামী লীগের ইউনিটের সভাপতি শহিদুল ইসলাম, আবদুস সালাম ও মশিউর। তারা স্থানীয় ৫৬ নম্বর ওয়ার্ড কমিশনার মো. হোসেনের লোকজন। অপর পক্ষের আহতরা হলেন ৫৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক জামাল দেওয়ান, তার ভাই জয়নাল দেওয়ান, ভাতিজা আকাশ দেওয়ান, নিলয়, লিটন, কামাল হোসেন ও ইমারত হোসেন। জানা গেছে, চার কাঠার প্লটটির মালিক দাবি করেন বানু বিবি, অপরদিকে জামাল দেওয়ানও প্লটটির মালিক বলে দাবি করেন। এ নিয়ে আদালতে মামলা চলছে। সম্প্রতি বানু বিবির পক্ষ থেকে ওই জমির ওপর সাইনবোর্ড লাগানো হয়েছে। এতে উভয় পক্ষে বিরোধ শুরু হয়। গতকাল দুপুরে দেশীও অস্ত্র লাঠিসোঁটা নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। স্থানীয় ওয়ার্ড কমিশনার মো. হোসেন বলেন, জমি নিয়েই ঘটনাটি ঘটে। জমির মালিক বানু বিবি। সেখানে জোরপূর্বক দখল করে আছে জামাল দেওয়ান। এ নিয়ে এমপি হাজী সেলিম একবার শালিস করেও দিয়েছিলেন। রায় বানু বিবির পক্ষে যায়। কিন্তু জামাল দেওয়ান তা মানেননি। কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, জমিজমা ও রাজনৈতিক কারণে দুই পক্ষের মারামারির ঘটনায় কয়েকজন আহত হয়েছে। এ ঘটনায় দুই পক্ষই পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর