মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০ ০০:০০ টা

কওমি মাদ্রাসা খুলে দিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্যবিধি মেনে দেশের সব কওমি মাদ্রাসা খুলে দেওয়ার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে উত্তরা আঞ্চলিক শিক্ষা বোর্ড। বোর্ডের সভাপতি মুফতি কিফায়াতুল্লাহ আজহারীর নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল গতকাল ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলামের কাছে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন বোর্ডের মহাসচিব, মাওলানা আনিসুর রহমান, মুফতি শহীদুল্লাহ, মুফতি জহির ইবনে মুসলিম, মুফতি ওয়াহিদুল আলম, মাওলানা কেফায়েতুল্লাহ নোমানী প্রমুখ।

স্মারকলিপিতে বলা হয়, কভিড-১৯ এর কারণে দেশের হাজার হাজার কওমি মাদ্রাসা দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। মাদ্রাসাগুলো পরিণত হয়েছে বিরানভূমিতে। লাখ লাখ ছাত্র-শিক্ষক দিনযাপন করছেন এক অনিশ্চয়তায়। ইতিমধ্যেই স্বাস্থ্যবিধি মেনে পোশাকশিল্প, কলকারখানা, ব্যাংক-বীমা, সরকারি-বেসরকারি অফিস আদালত ও গণপরিবহন চালু করা হয়েছে। কোরআন-হাদিস চর্চার প্রাণকেন্দ্র মাদ্রাসাগুলো খুলে দেওয়া হোক। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর