শিরোনাম
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০ ০০:০০ টা

জার্মানিতে রাষ্ট্রদূত হলেন মোশাররফ হোসেন ভূঁইয়া

কূটনৈতিক প্রতিবেদক

সাবেক সিনিয়র সচিব মোশাররফ হোসেন ভূঁইয়াকে জার্মানিতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত পদে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গত ২০ জানুয়ারি সরকারি চাকরি থেকে অবসরে যাওয়ার আগে মোশাররফ হোসেন ভূঁইয়া জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানসহ সরকারের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। পরে যুক্তরাষ্ট্রে ম্যাসাচুয়েস্ট-এর উইলিয়াম কলেজ থেকে ডেভেলপমেন্ট ইকোনমিকসে তিনি এমএ ডিগ্রি অর্জন করেন। এর আগে, গত ২২ জুলাই মোশাররফ হোসেন ভূঁইয়াকে দুই বছর মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর