বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০ ০০:০০ টা

অনিশ্চয়তা কাটছে এইচএসসির

সেপ্টেম্বরের শেষেই হতে পারে পরীক্ষা ♦ পড়াশোনায় মনোযোগ দিচ্ছে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

অনিশ্চয়তা কাটছে এইচএসসির

করোনার ধাক্কায় পিছিয়ে গেছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। গত এপ্রিলের প্রথম দিন থেকে শুরু হওয়ার কথা থাকলেও সে পরীক্ষা এখনো হয়নি। এই পরিস্থিতিতে এক অনিশ্চিত শিক্ষা জীবনের মধ্যে দিয়ে যাচ্ছে দেশের উচ্চশিক্ষার পাইপলাইন এইচএসসি পরীক্ষার্থীরা। পরীক্ষা হবে কি হবে না, হলেও কবে হবে, তা নিয়ে আছে নানা গুঞ্জন। এই অবস্থায় এইচএসসি পরীক্ষা বিষয়ে গত সোমবার সরকারের অবস্থান জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন। বলেছেন, ২৫ আগস্টের পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে কি না সে ব্যাপারে সিদ্ধান্ত জানানো হবে। এদিকে করোনাকাল স্বাভাবিক হতে শুরু করেছে। প্রায় সব ধরনের প্রতিষ্ঠান খুলে দেওয়া হচ্ছে। ফলে এবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে, পরীক্ষাও হবে- এমনটা ধরে নিয়ে নতুন করে পড়াশোনায় মন দিয়েছে এইচএসসি পরীক্ষার্থীরা। যদিও এইচএসসি পরীক্ষা গ্রহণের সময়সূচি এখনো নির্ধারণ করা হয়নি। তবে শিক্ষার্থীরা বলছেন, পরীক্ষা স্থগিত হয়ে যাওয়ার পর লকডাউন অবস্থায় তাদের অনেকেরই তেমন পড়াশোনা হয়নি। গত সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের বক্তব্য শোনার পর তারা নতুন করে পড়াশোনায় মন দিয়েছেন। রাজশাহীর বেশ কয়েকজন পরীক্ষার্থী এমন তথ্যই জানিয়েছে। এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা গত এপ্রিলে অনুষ্ঠিত হলে এতদিনে তাদের ফলাফল প্রকাশ হয়ে যেত। কিন্তু সংকটকালীন এই সময়ে তাদের শিক্ষা জীবনে নেমে আসে বাধা। কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম শেষ হওয়ায় তারা ভুলতে বসেছিল তাদের পড়াশোনা

রাজশাহী কলেজের এইচএসসি পরীক্ষার্থী সানোয়ার হোসেন বলেন, ‘লকডাউন অবস্থায় আসলে তেমন পড়াশোনা হয়নি। এখন শিক্ষাপ্রতিষ্ঠান খোলার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। সে কারণে নতুন করে পড়াশোনা শুরু করেছি। কিছুদিন সময় পেলে প্রস্তুতি আবার ঠিকমতোই হয়ে যাবে।’

রাজশাহী শিক্ষাবোর্ডের কর্মকর্তারা জানান, পরীক্ষা গ্রহণের সব প্রস্তুতিই তাদের আছে। স্বাস্থ্যবিধি মেনে সেপ্টেম্বর মাসের শেষ দিকে অথবা অক্টোবরের শুরুতে শুরু হতে পারে এ বছরের এইচএসসির পরীক্ষা।

রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোকবুল হোসেন বলেন, ‘পরীক্ষা নেওয়াটা শুধু রাজশাহী বোর্ডের একার সিদ্ধান্তে হবে না। এটা রাষ্ট্রীয় সিদ্ধান্তের ব্যাপার। তবে আমাদের সব প্রস্তুতিই আছে। সরকার যখন চাইবে তখনই পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করা হবে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর