শুক্রবার, ২১ আগস্ট, ২০২০ ০০:০০ টা

চার দিনে আওয়ামী লীগের মনোনয়ন কিনেছেন ১০৪ জন

শূন্য পাঁচ আসনের উপনির্বাচন

নিজস্ব প্রতিবেদক

শূন্য হওয়া পাঁচটি সংসদীয় আসনের উপনির্বাচন সামনে রেখে তৃতীয় দিনে আরও ৩৮টি মনোনয়ন ফরম বিক্রি করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এ নিয়ে প্রথম তিন দিনের ৬৬টিসহ চার দিনে মোট ১০৪ জন মনোনয়নপ্রত্যাশী দলীয় ফরম কিনলেন। এর মধ্যে জাতীয় সংসদের নওগাঁ-৬ আসনে ২৬ জন, পাবনা-৪ আসনে ২৫ জন, ঢাকা-৫ আসনে ১৩ জন এবং ঢাকা-১৮ আসনে ৩৮ জন এবং সিরাজগঞ্জ ১ আসনে দুজন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন।  সিরাজগঞ্জ-১ আসনে গতকাল দলীয় মনোনয়ন কিনেছেন সাবেক প্রেসিডিয়াম সদস্য ড. সেলিমের ছেলে মো. শেহরীন সেলিম। এই আসনে বুধবার দলের মনোনয়ন তোলেন আওয়ামী লীগের সদ্য প্রয়াত প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিমের ছেলে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য তানভীর শাকিল জয়। তারা দুজনই সাবেক প্রধানমন্ত্রী ক্যাপ্টেন এম মনসুর আলীর নাতি।   আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। চতুর্থ দিনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহকারীরা হলেন- নওগাঁ-৬ আসনে মো. ওমর ফারুক, শাহিন মনোয়ারা হক, ইউনুছ আলী দুলাল, নাছিম আহম্মেদ, আসাদুজ্জামান নুরুল, মোস্তাফিজুর রহমান, আবুল হাসনাত খান, মো. আসাদুজ্জামান, আলী রেজা মোহাম্মদ সুজাউদ্দৌলা, সনৎ কুমার প্রামাণিক, তোফাজ্জল হোসেন খান, এবাদুর রহমান প্রামাণিক; পাবনা-৪ আসনে রফিকুল ইসলাম, অ্যাডভোকেট আখরারুজ্জামান মুক্তা, মো. রশিদুল্লাহ, গালিবুর রহমান শরীফ, সাহেদ রহমান, আবদুস সাত্তার, কামরুন্নাহার শরীফ; ঢাকা-৫ আসনে মশিউর রহমান মোল্লা সজল, মো. মোস্তাফিজুর রহমান ও মোহাম্মদ আবদুল রাকিব ভূঁইয়া।  ঢাকা-১৮ আসনে ডিএম শামীম, নাজমা আক্তার, মোহাম্মদ হাবীব হাসান, মোহা. কবির হোসাইন, মো. আসলাম উদ্দিন, কেরামত আলী দেওয়ান, মনিরুল ইসলাম, আনোয়ারুল ইসলাম, আবুল ওয়াদুদ, আমিনুল ইসলাম, কাজী খলিলুর রহমান, সাব্বির হোসেন খান, এস এম হোসাইন, রোকেয়া বেগম।

শূন্য হওয়া পাঁচটি সংসদীয় আসনের উপনির্বাচনে গত সোমবার থেকে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের কাছে ফরম বিক্রি শুরু করে আওয়ামী লীগ। প্রথম তিন দিনে (সোম, মঙ্গল ও বুধবার) ৬৬ জন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন সংগ্রহ করেছিলেন। আগামী ২৩ আগস্ট (রবিবার) পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে বিকাল ৫টার মধ্যে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ এবং জমা দেওয়া যাচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর