শুক্রবার, ২১ আগস্ট, ২০২০ ০০:০০ টা

প্রাইভেটকারে ৯০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, রংপুর

প্রাইভেটকারে সোয়া ৯০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রংপুর র‌্যাব। বুধবার গভীর রাতে রংপুর নগরীর মাহিগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেফতার ও গাঁজা উদ্ধার করা হয়। গতকাল দুপুরে র‌্যাব-১৩এর মিডিয়া অফিসার এএসপি খন্দকার গোলাম মোর্ত্তূজা সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিত্তে মহানগরের মাহিগঞ্জ থানার রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের পাশে ‘ওমর আলী পেট্রোল পাম্প’-এর সামনে সন্দেহভাজন ১টি প্রাইভেটকার তল্লাশি করে র‌্যাব। তল্লাশি চলাকালে আটককৃত প্রাইভেটকারে ব্যাক ডালায় বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৯০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসায়ী মো. রফিকুল ইসলাম ওরফে রফিক (৩৫), মো. তহিদুল ইসলাম (৩৫) এবং মো. রবিউল ইসলাম ওরফে  বাবু (৩০) কে গ্রেফতার করা হয়। র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, কুড়িগ্রাম থেকে বোঝাই হওয়া গাঁজা ঢাকায় সরবরাহ করার কথা ছিল। এছাড়াও তারা প্রাইভেটকারে যাত্রী পরিবহনের নামে দেশের বিভিন্ন স্থানে মাদকের চালান পৌঁছে দেওয়া এবং দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সঙ্গে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর