শুক্রবার, ২১ আগস্ট, ২০২০ ০০:০০ টা

পাটকল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার ও পাটকে জাতীয় ঐতিহ্য হিসেবে ঘোষণাসহ ১৫ দফা দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। এতে বলা হয়, রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো বন্ধের সিদ্ধান্ত প্রতিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রতিশ্রুতিসহ ১৪ দলের ঘোষিত অভিন্ন ন্যূনতম ২৩ দফা কর্মসূচির লঙ্ঘন। স্মারকলিপিতে স্বাক্ষর করেছেন পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি। পার্টির পক্ষ থেকে প্রধানমন্ত্রীর দফতরে গিয়ে গতকাল তাঁর ব্যক্তিগত কর্মকর্তার কাছে স্মারকলিপির মূল কপি দেওয়া হয় এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের ইমেইলে পাঠানো হয়। স্মারকলিপিতে পাটশিল্পে নিয়োজিত শ্রমিকের প্রয়োজনীয় প্রশিক্ষণের যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।  এতে বলা হয়, রাষ্ট্রায়ত্ত পাটকলসমূহ বন্ধের সরকারের এ সিদ্ধান্ত কেবল পাটশিল্পের জন্যই নয়; সমগ্র পাট খাতের জন্যও আত্মঘাতী। রাষ্ট্রায়ত্ত পাটকল এভাবে বন্ধ করে দেওয়ার ফলে বাংলাদেশে পাটজাত দ্রব্য যে আন্তর্জাতিক বাজার হারাবে তা আর সহজে ফিরিয়ে আনা সম্ভব হবে না। অন্যদিকে পাটকলের জন্য যে অভিজ্ঞ শ্রমিক গড়ে উঠেছিল তারাও হারিয়ে যাবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর