শুক্রবার, ২১ আগস্ট, ২০২০ ০০:০০ টা

সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চায় না

-পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চায় না

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চায় না। অপরাধীরা আইনের আওতায় এসে শাস্তি পাক এটাই সরকার চায়। তবে মাঝে-মধ্যে দু-একটি দুর্ঘটনা ঘটে যায়, এ ব্যাপারে সরকার সজাগ আছে। গতকাল দুপুরে সিলেট সদর উপজেলার বাইশটিলা জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন এসব কথা বলেন। করোনা পরিস্থিতিতে সাহেদ, সাবরিনার মতো অপরাধীদের কারণে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে যখনই কোনো দুর্নীতির ঘটনা প্রকাশ পায় তখন সরকার শক্ত হাতে তা দমন করে। আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দাদের মাঠপর্যায়ে তৎপরতা থাকায় দুর্নীতি করে কেউ পার পাচ্ছে না। সবাইকে ধরা পড়তে হচ্ছে।  করোনাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ ছিল করোনার সময় যাতে কেউ না খেয়ে মারা না যান। প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্ব ও মহানুভবতার কারণে এখন পর্যন্ত দেশে না খেয়ে কেউ মারা যাননি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর