শুক্রবার, ২১ আগস্ট, ২০২০ ০০:০০ টা

চেক জালিয়াতি মামলায় বেরোবি কর্মকর্তার কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, রংপুর

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব শাখার সহকারী পরিচালক রিয়াজুল ইসলামকে ছয় মাসের কারাদণ্ড ও ৭ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত। তার বিরুদ্ধে চেক জালিয়াতির মামলা ছিল। ওই মামলায় গতকাল দুপুরে রংপুর জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক এস এম আহসানুল হক এ রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী সিরাজ আহমেদ জানান, বেরোবি কর্মকর্তা রিয়াজুল ইসলাম ২০১৮ সালের ৩০ জুলাই সিরাজুল ইসলাম মিঠুর কাছ থেকে সাড়ে ৭ লাখ টাকা ধার নিয়ে দলিল হিসেবে একটি চেক দেন। পরে টাকা পরিশোধে টালবাহানা করতে থাকায় তার দেওয়া চেকটি ব্যাংকে জমা দিলে তা প্রত্যাখ্যাত (ডিজঅনার) হয়। এ পরিস্থিতিতে চেক জালিয়াতির মামলা করেন মিঠু। আদালত সাক্ষ্য-প্রমাণ ও শুনানি শেষে রায় দেয়। পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

এদিকে মামলার বিষয়টি গোপন রেখে চাকরিতে বহাল থাকা ও পদোন্নতির বিষয়টি খতিয়ে দেখে ওই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক তাবিউর রহমান প্রধান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর